Homeদেশের গণমাধ্যমেআইওএস ২৬ হালনাগাদ যেসব আইফোনে মিলবে, যেসব ফোনে মিলবে না

আইওএস ২৬ হালনাগাদ যেসব আইফোনে মিলবে, যেসব ফোনে মিলবে না

[ad_1]

অ্যাপল তাদের পরবর্তী প্রজন্মের মোবাইল অপারেটিং সিস্টেম আইওএস ২৬ উন্মোচন করেছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত বার্ষিক ডেভেলপার সম্মেলন ডব্লিউডব্লিউডিসি ২০২৫-এ নতুন সংস্করণটি প্রকাশ করা হয়। তবে এ সফটওয়্যার সব আইফোনে পাওয়া যাবে না। অ্যাপলের ঘোষণা অনুযায়ী, আইফোন ১১ কিংবা তার পরের মডেলগুলোতেই শুধু আইওএস ২৬ ইনস্টল করা যাবে।

চলতি বছরের সেপ্টেম্বর মাসে আইওএস ২৬ বিনা মূল্যে আপডেট আকারে উন্মুক্ত হবে। আপডেটটি পাওয়া যাবে আইফোন ১১, আইফোন ১২, আইফোন ১৩, আইফোন ১৪, আইফোন ১৫ ও আইফোন ১৬ (সব সংস্করণ)–এ। এ ছাড়া বাজেট সিরিজের আইফোন এসই (প্রথম ও দ্বিতীয় প্রজন্ম) এবং এ বছরের ফেব্রুয়ারিতে বাজারে আসা আইফোন ১৬ই মডেলটিও আপডেটের আওতায় থাকছে। আগামী সেপ্টেম্বরে বাজারে আসা আইফোন ১৭ সিরিজে আইওএস ২৬ প্রি–ইনস্টল অবস্থায় থাকবে।

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত