টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক বিশেষ কোনো ঘটনা নয়। আইপিএলেও না। ২০০৮ সালে শুরুর পর প্রথম ১২ বছরেই আইপিএলে হ্যাটট্রিক হয়েছে ১৯টি। তবে ভারতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে ব্যাটসম্যানদের দাপট যত বেড়েছে, হ্যাটট্রিকের প্রবণতাও তত কমেছে। আর কমতে কমতে তা এমনই হয়েছে যে, ২০২৩ সালের এপ্রিলের পর আইপিএলে আর হ্যাটট্রিকই হয়নি।
আইপিএলে অদৃশ্য হয়ে যাওয়া সেই হ্যাটট্রিক আজ ফিরিয়ে এনেছেন যুজবেন্দ্র চাহাল। চিপকে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে টানা তিন বলে উইকেট নিয়েছেন পাঞ্জাবের এই স্পিনার। শুধু হ্যাটট্রিক নয়, চাহাল এক ওভারের মধ্যে নিয়েছেন ৪ উইকেট। আইপিএলে দুইবার ওভারে চার উইকেট নেওয়ার রেকর্ড এখন শুধুই চাহালের।
৩৪ বছর বয়সী স্পিনারের রেকর্ডের দিনে চেন্নাইকে ৪ উইকেটে হারিয়েছে পাঞ্জাব। প্রথমে ব্যাট করে চেন্নাই তুলেছিল ১৯০ রান। তাড়া করতে নেমে পাঞ্জাব লক্ষ্যে পৌঁছায় ২ বল হাতে রেখে। এ জয়ে পয়েন্ট তালিকার দুইয়ে উঠে এসেছে পাঞ্জাব।