Homeদেশের গণমাধ্যমেআইপিএল আয়োজনে আগ্রহী ইংল্যান্ড

আইপিএল আয়োজনে আগ্রহী ইংল্যান্ড


ভারত-পাকিস্তান সংঘাতে স্থগিত হয়ে গেছে আইপিএল। সম্ভাব্য বিকল্প না থাকায় সেপ্টেম্বরে মৌসুমের বাকি ম্যাচগুলো আয়োজনের ব্যাপারে নিজেদের আগ্রহ প্রকাশ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। 

ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) শুক্রবারই জানায়, চলমান সংঘাতে এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে আইপিএল। তার পরেই গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গুল্ড ইতোমধ্যেই বিসিসিআইকে টুর্নামেন্ট আয়োজনে পাশে থাকার ব্যাপারে নিজেদের সমর্থনের কথা জানিয়েছেন। এখন বিসিসিআই যদি সপ্তাহান্তে আইপিএল পুনরায় চালু করতে ব্যর্থ হয়, তাহলে টুর্নামেন্টের বাকি অংশ ইংল্যান্ডে আয়োজনের প্রস্তাবটি বিবেচনায় রাখা হচ্ছে।

গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, ‘ইসিবির একজন বড় কর্মকর্তা নিশ্চিত করেছেন, সেপ্টেম্বরে এটি সম্ভব হতে পারে। যদিও বর্তমানে এই ব্যাপারে সক্রিয় কোনও আলোচনা দুই পক্ষের মাঝে হচ্ছে না।’

২০২১ সালেও করোনা মহামারির সময় আইপিএল স্থগিত হলে ইসিবি টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাব দিয়েছিল। 

চলতি আসরে বৃহস্পতিবার ধর্মশালায় একটি ম্যাচ স্থগিত হওয়ার পরই আইপিএল বন্ধের সিদ্ধান্ত হয়। সেখান থেকে ২০০ কিলোমিটারেরও কম দূরে অবস্থিত জম্মু শহরে কয়েক ঘণ্টা আগে বিস্ফোরণের খবর পাওয়ার পর কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নেয়। 

আইপিএলে এখনও ১২টি গ্রুপ পর্বের ম্যাচ বাকি। তার পরই প্লে-অফ অনুষ্ঠিত হবে। ২৫ মে কলকাতায় হওয়ার কথা ছিল ফাইনাল। 

বিসিসিআই এক বিবৃতিতে জানিয়েছে, ‘বাকি ম্যাচগুলোর নতুন সময়সূচি ও ভেন্যুর বিষয়ে যথাসময়ে জানানো হবে।’

ভারত-পাকিস্তান সংঘাতের প্রভাব সীমান্তের ওপারেও পড়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রাথমিকভাবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) শেষ আটটি ম্যাচ সংযুক্ত আরব আমিরাতে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু পরে শুক্রবার, পিসিবি জানায় যে তারা পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের পরামর্শে ম্যাচগুলো স্থগিত করেছে। আরও জানিয়েছে, এই সংঘাতে ক্রিকেটকে ‘সম্মানজনক একটা বিরতি’ নিতে হবে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত