[ad_1]
অ্যাপলের স্টোলেন ডিভাইস প্রোটেকশন–সুবিধা চালু থাকলে আইফোন চুরির পর পাসকোড জানা থাকলেও ব্যবহারকারীদের ফেসআইডি ও আঙুলের ছাপ ছাড়া অ্যাপল আইডি পরিবর্তন করা যায় না। শুধু তা-ই নয়, চুরি যাওয়া আইফোনের পাসকোড পরিবর্তন বা ‘ফাইন্ড মাই আইফোন’ নিরাপত্তা–সুবিধা কেউ বন্ধ করতে পারে না। এতে আইফোনের মালিক চুরি যাওয়া আইফোনের অবস্থান দ্রুত শনাক্ত করার পাশাপাশি নিজেদের বিভিন্ন অ্যাকাউন্ট সাময়িকভাবে অকার্যকর করতে পারেন। নতুন হালনাগাদে স্টোলেন ডিভাইস প্রোটেকশন–সুবিধাটি সেটিংসের পাশাপাশি সেটআপের সময়ও স্বয়ংক্রিয়ভাবে দেখতে পারবেন ব্যবহারকারীরা। ফলে আইফোন সেটআপের সময় সহজেই সুবিধাটি চালু করা যাবে।
সূত্র: ইন্ডিয়া টুডে
[ad_2]
Source link