Homeদেশের গণমাধ্যমেআইসিসি সভার আগে ভারতকে কড়া হুঁশিয়ারি পাকিস্তানের

আইসিসি সভার আগে ভারতকে কড়া হুঁশিয়ারি পাকিস্তানের

[ad_1]

প্রকাশিত: ১৩:১১, ২৮ নভেম্বর ২০২৪  
আপডেট: ১৩:১২, ২৮ নভেম্বর ২০২৪

আইসিসি সভার আগে ভারতকে কড়া হুঁশিয়ারি পাকিস্তানের


ভারত-পাকিস্তান দ্বন্দ্ব নতুন নয়। এই দুই দেশের মধ্যে চির বৈরিতা এখনো চলমান। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিকে ঘিরে সেটা আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। চ্যাম্পিয়নস ট্রফির আসন্ন আসরও দুই দেশের দ্বন্দ্বের মধ্যে পড়ে গেছে। এ নিয়ে আইসিসির সভার আগে ভারতকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি।

চ্যাম্পিয়নস ট্রফির আসন্ন আসর আয়োজিত হওয়ার কথা পাকিস্তানে। কিন্তু ভারত পাকিস্তানে গিয়ে খেলতে অস্বীকৃতি জানিয়েছে। ফলে আইসিসির ইভেন্টটি নিয়ে বাড়ছে জটিলতা। এ নিয়ে আইসিসি ২৯ নভেম্বর একটি ভার্চুয়াল সভা ডেকেছে। সেখানেই নির্ধারিত হওয়ার কথা রয়েছে বৈশ্বিক এই আসরের ভাগ্য।

এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে নাকভি বলেন, “আমরা ভারতে গিয়ে খেলব এবং তারা এখানে (পাকিস্তানের মাঠে) এসে খেলবে না। যা হবে সব সমতার ভিত্তিতে হবে। আমরা আইসিসিকে খুবই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি। ভবিষ্যতে কী হবে, সেটা আপনাদের জানাচ্ছি।”

চ্যাম্পিয়নস ট্রফির জন্য সকল ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে পাকিস্তান। এমন সময়ে যাতে কোনো ভুল সিদ্ধান্ত না আসে, সেটা জানিয়ে ভারতকে হুঁশিয়ারি দিয়ে নাকভি আরও বলেন, “আমাদের অবস্থান খুবই স্পষ্ট। আমি প্রতিজ্ঞা করছি, পাকিস্তান ক্রিকেটের জন্য যেটা সবচেয়ে ভালো হয়, আমরা সেটাই করব। আইসিসি চেয়ারম্যানের সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ হচ্ছে। আমার দলও তাদের সঙ্গে নিয়মিত কথা বলছে।”

সবশেষ ২০১৭ সালে আয়োজিত হয়েছিল চ্যাম্পিয়নস ট্রফি। লন্ডনের ওভালে অনুষ্ঠিত ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ১৮০ রানে হারিয়েছিল পাকিস্তান। ৮ বছর পর আবারও চ্যাম্পিয়নস ট্রফি হতে যাচ্ছে ৮ দল নিয়ে। ২০২৫ সালের আসরে খেলবে- বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নিউ জিল্যান্ড, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান।

ভারত পাকিস্তানে না গেলেও পাকিস্তান ঠিকই ভারতে গিয়ে কয়েকটি আসর খেলেছে। ২০০৮ এশিয়া কাপের পর থেকে ভারতীয় ক্রিকেট দল পাকিস্তান সফর করছে না। তবে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তান ভারত সফরে গিয়েছে। 

ঢাকা/বিজয়



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত