[ad_1]
হামলায় গুরুতর আহত অবস্থায় আসমত আলী (৪৫) ও জামাল হোসেনকে (৩২) কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
হামিদুল ইসলামের ভাতিজা সুজন আলী প্রথম আলোকে বলেন, পূর্বশত্রুতার জেরে তাঁর দুই চাচাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তারা সবাই আওয়ামী লীগের রাজনীতি করেন। যাঁরা হামলা চালিয়ে নৃশংসভাবে হত্যা করেছেন, তাঁরা বিএনপির রাজনীতি করেন।
এ বিষয়ে চেষ্টা করেও প্রতিপক্ষ কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ফলে তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপারেশন ও মিডিয়া) পলাশ কান্তি নাথ প্রথম আলোকে বলেন, পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় দুই ভাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এলাকায় মিরপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আবদুল খালেককে পাঠানো হয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।
[ad_2]
Source link