[ad_1]
ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে বুধবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পৃথকভাবে বিক্ষোভ সমাবেশ ও সংবাদ সম্মেলন হয়েছে। সন্ধ্যায় ‘বৈষম্যবিরোধী ছাত্র-জনতা’ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। এর আগে বিকেলে সংবাদ সম্মেলন করে ‘ইনকিলাব মঞ্চ’।
সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ‘বৈষম্যবিরোধী ছাত্র–জনতা’র ব্যানারে আয়োজিত বিক্ষোভ সমাবেশে হামলাকারীদের গ্রেপ্তার–পরবর্তী বিচারের দাবি জানানো হয়। পাশাপাশি বাংলাদেশ প্রশ্নে ভারতীয় রাজনৈতিক নেতাদের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের প্রতিবাদ জানানো হয়।
আন্তর্জাতিক ভিয়েনা কনভেনশন অনুযায়ী, কোনো দেশ কোনো দূতাবাসে হামলা করতে পারে না উল্লেখ করে সমাবেশে প্ল্যাটফর্মটির অন্যতম সংগঠক আবু হানিফ বলেন, ‘সহকারী হাইকমিশনে ভারতের উগ্রবাদী হিন্দুরা হামলা করেছে। অথচ যুদ্ধ চলাকালেও দূতাবাসে হামলা করা হয় না। কিন্তু স্থিতিশীল অবস্থায় ভারতে যেভাবে হাইকমিশনে হামলা হয়েছে, তা আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে হুমকি হিসেবে দেখি।’
[ad_2]
Source link