Homeদেশের গণমাধ্যমেআগ্রাসনের প্রতিবাদে কুষ্টিয়ায় সাংবাদিকদের প্রতিবাদ

আগ্রাসনের প্রতিবাদে কুষ্টিয়ায় সাংবাদিকদের প্রতিবাদ

[ad_1]

ভারতে বাংলাদেশ দূতাবাসে হামলা-অগ্নিসংযোগ, জাতীয় পতাকা অবমাননা ও এ দেশে বসবাসরত সংখ্যালঘুদের ওপর নির্যাতন সংক্রান্ত মিথ্যা খবর লাগাতার ভারতীয় মিডিয়ায় প্রকাশের প্রতিবাদে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া শহরের প্রধান সড়ক সংলগ্ন ফায়ার সার্ভিস অফিসের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়।

এতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশা ও শহরের গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। কুষ্টিয়া জেলা জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সভাপতি মোস্তাফিজুর রহমান মঞ্জুর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট মাহাতাব উদ্দিন, সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট খন্দকার সিরাজুল ইসলাম, কুষ্টিয়া চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক পারভেজ মাজমাদার ও শহীদ মূসা মঞ্জু, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক সুভাস চন্দ্র রায়, কুষ্টিয়া জেলা প্রেস ক্লাবের সভাপতি তারিকুল হক তারিক, সিনিয়র সাংবাদিক মুকুল খসরু, সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মুকুল প্রমুখ বক্তব্য দেন।

বক্তারা বলেন, ভারতীয় কিছু মিডিয়ার সাংবাদিক মিথ্যা কল্পকাহিনি প্রকাশ ও হিন্দু উগ্রবাদী সংগঠনের নেতাকর্মীরা বাংলাদেশে শান্তি ও সম্প্রতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে। সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্ট ও দাঙ্গা বাধিয়ে তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার গভীর চক্রান্তে লিপ্ত। তাদের ষড়যন্ত্র প্রতিহত ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় দল-মত নির্বিশেষে দেশের সব নাগরিককে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত