[ad_1]
গত সোমবার ও বৃহস্পতিবার ঢাকার বায়ু ছিল দুর্যোগপূর্ণ। বায়ুমান ৩০০’র বেশি হলেই তা দুর্যোগপূর্ণ হয়। আর পরপর তিন দিন টানা তিন ঘণ্টা করে দূষণ এ পর্যায়ে থাকলে জরুরি স্বাস্থ্য পরিস্থিতি ঘোষণার রীতি আছে।
ঢাকার বায়ুর আজ যে মান, তা যেকোনো মানুষের জন্যই ক্ষতিকর। আজ ঢাকা ও আশপাশের যে তিন স্থানে দূষণ বেশি, এর মধ্যে আছে ইস্টার্ন হাউজিং-২ (৩০৪), পুরান ঢাকার বেচারাম দেউড়ি (২৯৩) ও কল্যাণপুর (২৭৯)।
[ad_2]
Source link