Homeদেশের গণমাধ্যমেআটক ছাত্রদল নেতাকে থানা থেকে ছিনিয়ে নিলেন নেতাকর্মীরা

আটক ছাত্রদল নেতাকে থানা থেকে ছিনিয়ে নিলেন নেতাকর্মীরা

[ad_1]

নাটোরের লালপুরে আটকের পর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল উদ্দিনকে থানা থেকে ছিনিয়ে নিয়ে গেছেন নেতাকর্মীরা। এসময় পুলিশ বাধা দেয়নি বলে জানা গেছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেলে লালপুর থানায় এ ঘটনা ঘটে। রুবেল উদ্দিন উপজেলার গৌরিপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত ১৬ ডিসেম্বর বাগাতিপাড়া উপজেলার জয়ন্তীপুরে বিএনপি নেতা আব্দুর রশিদের বাড়িতে গুলিবর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে রুবেলকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। পরে ছাত্রদল ও যুবদলের অর্ধশতাধিক নেতাকর্মী একত্রিত হয়ে থানায় গিয়ে রুবেলকে ছেড়ে দেওয়ার জন্য পুলিশকে চাপ দেন। এসময় অসম্মতি জানালে একপর্যায়ে হট্টগোল করে পুলিশের বিনা বাধায় থানা থেকে তাকে ছিনিয়ে নিয়ে যান তারা।

জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম বলেন, ‌‘যতদূর জানি বিএনপি নেতা আব্দুর রশীদের বাড়িতে গুলিবর্ষণের ঘটনায় রুবেল জড়িত ছিলেন না। তবে তাকে আটকের পর থানায় কী ঘটেছে তা জানা নেই। বিষয়টির খোঁজখবর নেওয়া হবে।’

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হকের কাছে ঘটনাটি জানতে চাইলে তিনি ঝামেলায় আছেন জানিয়ে মোবাইল সংযোগ কেটে দেন।

এ বিষয়ে নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, ‘বাগাতিপাড়ায় ১৬ ডিসেম্বরে আব্দুর রশিদের বাড়িতে গোলাগুলির ঘটনায় সংশ্লিষ্টতা আছে সন্দেহে রুবেলকে পুলিশ আটক করে লালপুর থানায় নিয়ে আসে। পরে ওদের লোকজন থানায় এসে জোরাজুরি করে তাকে নিয়ে গেছে। কারা এই ঘটনায় জড়িত আমরা চিহ্নিত করার চেষ্টা করছি। কিছু নামও পেয়েছি। তাদেরসহ ঘটনায় জড়িত সবাইকে গ্রেফতারে যৌথবাহিনী কাজ শুরু করেছে।’

রেজাউল করিম রেজা/এসআর/এএমএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত