Homeদেশের গণমাধ্যমেআতিফ আসলামের কনসার্ট নিয়ে দুঃখ প্রকাশ আয়োজকদের, জানা গেল যা

আতিফ আসলামের কনসার্ট নিয়ে দুঃখ প্রকাশ আয়োজকদের, জানা গেল যা

[ad_1]

আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশনের আরিফা শবনম আজ শনিবার সন্ধ্যায় প্রথম আলোকে জানালেন, দর্শকের ভালোবাসা তাদের আপ্লুত করেছে। তিনি বলেন, ‘এত বড় আয়োজনে কিছু ভুলত্রুটি হয়ে থাকতে পারে, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমরা ইতিমধ্যে ত্রুটিগুলোর প্রতি দৃষ্টি দিয়েছি, যাতে ভবিষ্যতে আরও দারুণ এবং স্মরণীয় কনসার্ট দর্শকদের উপহার দিতে পারি।’
চলতি বছর দ্বিতীয়বারের মতো ঢাকা মাতাতে এসেছেন আতিফ আসলাম। গতকাল বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে আয়োজিত ‘ম্যাজিক্যাল নাইট ২.০’ কনসার্টে অংশ নিয়েছেন তিনি। এই কনসার্ট আয়োজন করছে ট্রিপল টাইম কমিউনিকেশন। আতিফ ছাড়াও কনসার্টে এদিন পরিবেশনায় অংশ নেন আরেক পাকিস্তানি তরুণ শিল্পী আবদুল হান্নান, বাংলাদেশের তাহসান খান ও ব্যান্ড কাকতাল।

আতিফ আসলাম যখন মঞ্চে ওঠেন, তখন ঘড়ির কাঁটায় রাত পৌনে নয়টা। মঞ্চে ওঠার পরপরই বৈদ্যুতিক গোলযোগ দেখা দেয়। এতে গাইতে ২০ মিনিট দেরি হয় আতিফ আসলামের। গাওয়া যখন শুরু করেন, একটানা গেয়েছেন তিন ঘণ্টা। বৈদ্যুতিক গোলযোগের পর ‘তু চাহিয়ে’ গান দিয়ে পরিবেশনা শুরু করেন আতিফ। এরপর একে একে গেয়েছেন ‘তেরা হুনে লাগা হুন’, ‘জিনা জিনা’, ‘দিল দিয়া গাল্লা’, ‘ম্যায় তেনু সামজাওয়ান কি’, ‘সো জানে দো’, ‘ও রে প্রিয়া’, ‘মেরে পিয়া ঘার আয়া’, ‘আউগে যাব তুম ও সাজনা’, ‘এক প্যায়ার কা নাগমা হে’, ‘পেহলি নাজার মে’, ‘পেহলা নাশা’, ‘কেয়া হুয়া তেরা ওয়াদা’, ‘মেরা গীত আমার কর দো’, ‘কুচ ইস তারহা’, ‘ওহ লামহে’, ‘তেরে লিয়ে’, ‘তু তু হে ওয়াহি’, ‘পেহেলি দাফা হে’, ‘দমা দম মাস্ত কালান্দার’।

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত