Homeদেশের গণমাধ্যমেআদালতে আত্মসমর্পণ করে জামিন মেলেনি জামালপুর আ.লীগের ৮ নেতার

আদালতে আত্মসমর্পণ করে জামিন মেলেনি জামালপুর আ.লীগের ৮ নেতার

[ad_1]

জামালপুরে পাঁচটি নাশকতা মামলায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৮ জন নেতা আদালতে আত্মসমর্পণ করেছেন। পরে তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদা আক্তার।

সোমবার (৬ জানুয়ারি) দুপুরে নাশকতা ও বিএনপির কর্মসূচিতে হামলা মামলায় জামালপুর জেলা আওয়ামী লীগের সাবেক ধর্মবিষয়ক সম্পাদক অধ্যক্ষ গোলাম রব্বানী, মাদারগঞ্জ শহর আওয়ামী লীগের দফতর সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহসভাপতি আতোয়ার হোসেন, চরপাকেরদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মঞ্জুরুল করিম মঞ্জু, বালিজুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইত্রাজুল ইসলাম মহির, সিধুলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাকিব হাসান বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার তানভীর সম্পদ ও হাফিজুর আদালতে আত্মসমর্পণ করেন।

বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি মো. জামিল হাসান তাপস বলেন, ‘বিভিন্ন নৈরাজ্যের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৫টি মামলায় আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন। মাদারগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান রতন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান সাকু, মাদারগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) শোভন সাহা ছাড়াও শাহীন শাহ ও আবদুল আল মামুন মাদারগঞ্জ মডেল থানায় এসব মামলা দায়ের করেন।’



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত