Homeদেশের গণমাধ্যমেআধিপত্য নিয়ে সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত ২৬

আধিপত্য নিয়ে সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত ২৬

[ad_1]

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে টেঁটা বিদ্ধসহ ২৬ জন আহত হয়েছে। তাদের মধ্যে ১১ জন টেঁটাবিদ্ধ হয়েছেন।

সোমবার রাত ১১টার দিকে উপজেলার সোনারামপুর ইউনিয়নের শান্তিপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে পুলিশ। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

সংঘর্ষে আহত ব্যক্তিদের নরসিংদী সদর হাসপাতাল ও ঢাকা বিভিন্ন হাসপাতালে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছ।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোনারামপুর ইউনিয়নের শান্তিপুর গ্রামের শেবু সরকারের বাড়ির সঙ্গে আজগর আলী সরকার বাড়ির মধ্যে দীর্ঘদিন ধরে এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছে। সপ্তাহখানেক আগে শিবু সরকার বাড়ির সাব্বির হোসেনকে মারধর করে আজগর আলী বাড়ির লোকজন এই ঘটনায় সাব্বিরের বাবা মঙ্গল মিয়া বাদী হয়ে বাঞ্ছারামপুর মডেল থানায় এটি মামলা করেন।

গত রোববার পুলিশ মামলার আসামি হোসেন ও হাশেমকে গ্রেপ্তার করে। এ ঘটনায় আজগর আলী সরকার বাড়ির লোকজন শেবু সরকার বাড়ির মন্টু মিয়া ও শাহজান মিয়ার বাড়িতে হামলা চালিয়ে তাদের মারধর করে। এ নিয়ে দুই দলের মধ্যে উত্তেজনা তৈরি হয়। সোমবার রাতে আবার দুই দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় সাতজন টেঁটাবিদ্ধসহ ২৬ জন আহত হয়। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বাঞ্ছারামপুর মডেল ওসি জানান, শান্তিপুরে রাতে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি শান্ত করা হয়। এখনো কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত