[ad_1]
এদিকে চীনে অতি উচ্চ ধনীর সংখ্যা কমলেও এশিয়ার অন্যান্য দেশ, যেমন জাপান ও ভারতে অতি উচ্চ ধনীর সংখ্যা বৃদ্ধির হার বেশ চাঙা। ভারত প্রসঙ্গে ওয়ার্ল্ড আলট্রা ওয়েলথ রিপোর্টে বলা হয়েছে, আগামী পাঁচ বছরে বিশ্বের যে ১০টি দেশে অতি উচ্চ ধনীর সংখ্যা বাড়বে, তার মধ্যে ভারত অন্যতম একটি। বিশেষ করে দেশটির বৃহৎ শহর বেঙ্গালুরু, হায়দরাবাদ ও দিল্লিতে অতি উচ্চ ধনীর সংখ্যা বৃদ্ধির হার ১৪ থেকে ১৬ শতাংশে পৌঁছাবে। সেই সঙ্গে এশিয়ার আরও দুটি শহর যথাক্রমে ফিলিপাইনের ম্যানিলা ও মালয়েশিয়ার কুয়ালালামপুর শীর্ষ ১০ শহরের কাতারে উঠে আসবে।
বিশ্বের সবচেয়ে ধনী অঞ্চল, অর্থাৎ উত্তর আমেরিকায় অতি ধনী মানুষের সংখ্যাবৃদ্ধিতে সবচেয়ে এগিয়ে। ২০২৩ সালে এই অঞ্চলে অতি ধনী মানুষের সংখ্যা ১১ দশমিক ৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ১ লাখ ৬১ হাজার ২৮০-তে উঠেছে। এর মানে, বিশ্বের ৩৭ দশমিক ৮ শতাংশ অতি ধনীর বসবাস এখন উত্তর আমেরিকায়। ইউরোপে অতি ধনীর সংখ্যা ৯ দশমিক ৪ শতাংশ বেড়েছে। এশিয়া অঞ্চলে অতি ধনীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৩ শতাংশ। এতে এশিয়ায় অতি ধনীর সংখ্যা হয়েছে ১ লাখ ১০ হাজার ৬৩০ জন। এশিয়া অঞ্চলে অতি ধনী বৃদ্ধির হার অবশ্য প্রাক্কোভিড পর্যায়ের চেয়ে কম। এর অন্য কারণ আছে। সেটা হলো, ২০১৯ সালের পর অতি ধনীদের বসবাসের জায়গা হিসেবে ইউরোপ দ্বিতীয় বৃহত্তম অঞ্চল হিসেবে উঠে এসেছে।
এবার দেখে নেওয়া যাক, ২০২৩ সালে বিশ্বের কোন অঞ্চলে কতজন অতি উচ্চ ধনীর মানুষের বসবাস ছিল। গত বছর উত্তর আমেরিকায় মোট বৈশ্বিক অতি উচ্চ ধনীর ৩৭ দশমিক ৮ শতাংশ বাস করতেন। এই হার ইউরোপে ২৬ দশমিক ২ শতাংশ, এশিয়া অঞ্চলে ২৫ দশমিক ৯ শতাংশ, মধ্যপ্রাচ্যে ৪ দশমিক ৬ শতাংশ, আফ্রিকায় শূন্য দশমিক ৬ শতাংশ, লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে ৩ দশমিক ৩ শতাংশ, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ১ দশমিক ৬ শতাংশ।
[ad_2]
Source link