Homeদেশের গণমাধ্যমেআবারও মেসি-সুয়ারেজের সঙ্গে খেলার ইঙ্গিত নেইমারের

আবারও মেসি-সুয়ারেজের সঙ্গে খেলার ইঙ্গিত নেইমারের

[ad_1]

মাঠে বার্সেলোনার সেরা সময় কেটেছে যখন লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও নেইমার একসঙ্গে খেলেছেন। প্রতিপক্ষকে নাকানিচুবানি খাওয়ানো এই জুটি আবারও মাঠে ফিরতে পারে। এমন ইঙ্গিত দিয়ে রাখলেন নেইমার নিজে। ইন্টার মায়ামিতে যাওয়ার দরজা খুলে রাখলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

সৌদি প্রো লিগ ক্লাব আল হিলালের সঙ্গে নেইমারের চুক্তি শেষ হবে আগামী জুনে। ২০২৩ সালে যোগ দেওয়ার পর থেকে ইনজুরিতে মাঠের বাইরে কাটাতে হয়েছে তাকে। মাত্র সাত ম্যাচ খেলেছেন আরব ক্লাবের হয়ে।

এবার নেইমার পা রাখতে পারেন মেজর লিগ সকারে। ইউরোপিয়ান ফুটবল ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর আক্রমণত্রয়ীকে নিয়ে নতুন করে সংগঠিত হতে চায় সাপোর্টার্স শিল্ড জয়ী মায়ামি। মেসি-সুয়ারেজের সঙ্গে ২০২৫ সালের শেষ পর্যন্ত তাদের চু্ক্তি। তাছাড়া সামনের বিশ্বকাপও হবে আমেরিকায়। সব দিক বিবেচনা করেই ব্রাজিলিয়ান সুপারস্টার চাইছেন মাঠে ‘এমএসএন’ ত্রয়ী ফেরাতে। 

সিএনএন স্পোর্টকে নেইমার বলেছেন, ‘মেসি ও সুয়ারেজের সঙ্গে আবার খেলতে পারা অবশ্যই চমৎকার ব্যাপার হবে। তারা আমার বন্ধু। এখনও আমাদের মধ্যে কথা হয়। এই ত্রয়ীকে ফেরাতে পারলে দারুণ হবে। আমি আল হিলালে খুশি। সৌদি আরবে ভালোই লাগছে। কিন্তু কে জানে? ফুটবল তো বিস্ময়ে পরিপূর্ণ।’

প্যারিস সেন্ট জার্মেই ছাড়ার সময়ই যুক্তরাষ্ট্রের ফুটবলে আসার ইচ্ছা ছিল নেইমারের, কিন্তু আমেরিকায় তখন দলবদলের দরজা বন্ধ ছিল। ব্রাজিলিয়ান তারকা বললেন, ‘আমার প্যারিস সেন্ত জার্মেই থেকে চলে আসার খবর বের হওয়ার সময়ই যুক্তরাষ্ট্রে দলবদলের বাজার বন্ধ ছিল। আমার কাছে সেই সুযোগ চিল না। তারা (আল হিলাল) যে প্রজেক্ট আমার সামনে তুলে ধরেছিল সেটা ছিল খুব ভালো, শুধু আমার জন্য নয়, আমার পরিবারের জন্যও। তাই সৌদি আরবে যাওয়ার সিদ্ধান্তই ছিল আমার জন্য ভালো।’

২০১৪ থেকে নেইমার, মেসি ও সুয়ারেজ একসঙ্গে তিন বছর খেলেছেন। এই সময়ে তিন জন মিলে ৩৬৪ গোল করেছেন এবং দুইবার লা লিগা ও তিনবার কোপা দেল রে জিতেছে কাতালান জায়ান্টরা। এছাড়া একবার করে চ্যাম্পিয়নস লিগ, ক্লাব বিশ্বকাপ ও স্প্যানিশ সুপার কাপ ট্রফি হাতে নেয় তারা।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত