Homeদেশের গণমাধ্যমেআবার একসঙ্গে শাহরুখ-সালমান?

আবার একসঙ্গে শাহরুখ-সালমান?

[ad_1]

বলিউডের বাতাসে খবর, আবারও একই সিনেমায় অভিনয় করতে চলেছেন শাহরুখ খান এবং সালমান খান! সেটিও আবার এআর মুরুগাদোসের পরিচালনায়।

সালমান খান ও রাশমিকা মান্দানা অভিনীত, এআর মুরুগাদোস নির্মিত সিনেমা ‘সিকান্দার’ মুক্তি পাবে ৩০ মার্চ। তবে তার আগেই এই সিনেমার নির্মাতা দিলেন দারুণ একটি খবর। তিনি ঈঙ্গিত দিয়েছেন, সব ঠিক থাকলে তার পরবর্তী সিনেমায় একসঙ্গে দেখা যাবে দুই খানকে। সালমান খান ও শাহরুখ খান সালমান খানের সঙ্গে এটিই প্রথম কাজ এআর মুরুগাদোসের। এর আগে তিনি আমির খানকে নিয়ে ‘গজিনি’ সিনেমাটি নির্মাণ করেছিলেন।  এই নির্মাতা তার পরবর্তী সিনেমা শাহরুখ খানকে নিয়ে ভাবছেন। সঙ্গে থাকবেন সালমান খান, সম্প্রতি এমনটাই আভাস দিয়েছেন তিনি। শাহরুখ খান ইটাইমসের সঙ্গে একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে, এআর মুরুগাদোস এ বিষয়ে তিনি বলেন, ‘আমি একটি তামিল প্রজেক্ট নিয়ে ব্যস্ত। এটি শেষ হলেই সাজিদ (নাদিয়াদওয়ালা) স্যারের সঙ্গে বসবো। যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে আমরা হয়তো কিছু আকর্ষণীয় পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবো।’ সালমান খান বলা দরকার, সালমান খান এবং রাশমিকা মান্দানার পাশাপাশি ‘সিকান্দার’ সিনেমায় আরও অভিনয় করেছেন সত্যরাজ, প্রতীক বাব্বর, কাজল আগারওয়াল, শারমান জোশী প্রমুখ।

সূত্র: পিঙ্কভিলা



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত