[ad_1]
উৎসবে প্রতিযোগিতা বিভাগে মনোনয়ন পাওয়া সিনেমার মধ্যে রয়েছে ভারতের ‘সুপারবয়েস অব মালেগাঁও’, সুইজারল্যান্ড–পর্তুগালের সিনেমা ‘হানামি’, অস্ট্রিয়ার সিনেমা ‘মুন’, মিসরের সিনেমা ‘স্নো হোয়াইট’, তিউনিসিয়ার সিনেমার ‘রেড পাথ’, ইরানের সিনেমা ‘সিক্স ইন দ্য মর্নিং’, সৌদি আরবের সিনেমা ‘সাইফি’, ইরাকের সিনেমা ‘সংস অব আদম’ ইত্যাদি।
‘সাবা’ ছবিটির দৈর্ঘ্য ৯০ মিনিটের। এর আগে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ডিসকভারি প্রোগ্রামে নির্বাচিত হয় ‘সাবা’। পরবর্তী সময়ে বুসান চলচ্চিত্র উৎসবে অংশ নেয়। অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর প্রথম চলচ্চিত্র ‘সাবা’।
[ad_2]
Source link