[ad_1]
বেরোবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ২২:৫৩, ১৫ মে ২০২৫

আবু সাঈদ হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাধারণ শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৫ মে) বিকেল ৫টায় ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।
উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, আবু সাঈদকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় এখনো সব আসামি গ্রেপ্তার হয়নি, যা উদ্বেগের। দ্রুত আসামিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
মানববন্ধনে আবু সাঈদের বড় ভাই আবু হাসান উপস্থিত ছিলেন। তিনি বলেন, “আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা এখনো ন্যায়বিচার পাইনি। মামলার কয়েকজন আসামি ধরা পড়লেও মূল হোতারা এখনো ধরা ছোঁয়ার বাইরে। আমরা চাই, দ্রুত তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।”
তিনি বলেন, “রাষ্ট্রের যন্ত্রগুলো স্বাধীন মতামতের ভিত্তিতে পরিচালিত করলে এবং জবাবদিহিতার আওতায় নিয়ে আসলে আবু সাঈদ হত্যার মতো ঘটনা আর ঘটবে না। আইন-শৃঙ্খলা বাহিনীকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে হবে। আমরা বিচার চাই, নিরাপত্তা চাই। আমার মায়ের মতো যেন আর কোনো মায়ের বুক যেন খালি না হয়।”
ঢাকা/সাজ্জাদ/মেহেদী
[ad_2]
Source link