Homeদেশের গণমাধ্যমেআবেদনের পর ১২ প্রকাশনী নিয়ে নতুন সিদ্ধান্ত

আবেদনের পর ১২ প্রকাশনী নিয়ে নতুন সিদ্ধান্ত

[ad_1]

আওয়ামী লীগের শাসনামলে অন্যায্য সুবিধা নেওয়ার অভিযোগ এনে ১২ প্রকাশনীর প্যাভিলিয়ন বরাদ্দ বাতিল করেছিল অমর একুশে বইমেলা-২০২৫ পরিচালনা কমিটি। বাদ পড়া প্রকাশকদের আবেদনের প্রেক্ষিতে নতুন সিদ্ধান্ত নিয়েছে পরিচালনা কমিটি।

বুধবার (১৫ জানুয়ারি) অমর একুশে বইমেলা-২০২৫ পরিচালনা কমিটির সভায় নতুন সিদ্ধান্ত জানানো হয়।

বাংলা একাডেমি থেকে পাওয়া তথ্য মতে, নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২৪/২৪ সাইজের প্যাভিলিয়ন বরাদ্দ পেয়েছে অন্যপ্রকাশ ও আগামী প্রকাশন। আগের সিদ্ধান্তে তাদের ২০/২০ সাইজের প্যাভিলিয়ন বরাদ্দ দেওয়া হয়েছিল।

এছাড়া ২০/২০ সাইজের প্যাভিলিয়ন পেয়েছে কাকলী প্রকাশনী, পাঠক সমাবেশ, পুঁথিনিলয়, সময় প্রকাশন। তাদের চার ইউনিটের স্টল দেওয়া হয়েছিল। চার ইউনিটের স্টল পাওয়া নালন্দা ও তিন ইউনিটের স্টল পাওয়া শব্দশৈলীকেও ২০/২০ সাইজের প্যাভিলিয়ন বরাদ্দ দেওয়া হয়েছে।

আগের সিদ্ধান্তে তিন ইউনিটের স্টল পাওয়া জিনিয়াস পাবলিকেশন্সকে দেওয়া হয়েছে চার ইউনিটের স্টল। শিশু চত্বরে আগের সিদ্ধান্তে দুই ইউনিটের স্টল বরাদ্দ পেয়েছিল জনতা প্রকাশ ও ময়ূরপঙ্খী। তাদের দেওয়া হয়েছে ৩ ইউনিটের স্টল। দুই ইউনিটের স্টল পেয়েছে বাবুই। আগের সিদ্ধান্তে তাদের এক ইউনিটের স্টল দেওয়া হয়েছিল।

এরআগে গত রবিবার (১২ জানুয়ারি) মেলা পরিচালনা কমিটির আগের সিদ্ধান্তকে ‘অন্যায় এবং অবিচার’ উল্লেখ করে ‘সুবিচার প্রত্যাশী প্রকাশকবৃন্দ’ নামে একটি প্ল্যাটফর্ম থেকে মেলার আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমের সঙ্গে সাক্ষাৎ করে বেশ কিছু দাবি লিখিত আকারে দিয়েছিল। সেই প্রেক্ষিতে নতুন সিদ্ধান্ত নেয় পরিচালনা কমিটি।

এ বিষয়ে বইমেলা আয়োজক কমিটি-২০২৫’র সদস্য সচিব সরকার আমিন বাংলা ট্রিবিউনকে বলেন, বইমেলার স্টল বরাদ্দ নিয়ে কিছু মেঘ জমেছিল। এখন নতুন সিদ্ধান্তে তা কেটে গেছে।

 



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত