Homeদেশের গণমাধ্যমেআমগাছে ঝুলেছিল শিকলে বাঁধা কৃষকের লাশ

আমগাছে ঝুলেছিল শিকলে বাঁধা কৃষকের লাশ

[ad_1]

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের পূর্ব চিড়াইপাড়া গ্রামে আমগাছের সঙ্গে শিকলে বাঁধা অবস্থায় মিজান সরদার (৫২) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে ওই গ্রামের একটি মাছের ঘেরের আমগাছ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মিজান সরদার সদর উপজেলার ঝাউদী ইউনিয়নের বণিকপাড়া গ্রামের মৃত আবু আলী সরদারের ছেলে।

স্বজন ও এলাকাবাসী জানান, শুক্রবার রাত ১০টার দিকে মিজান সরদার বাড়ি থেকে বের হয়ে টুবিয়া বাজারসংলগ্ন সোলাইমান মাতুব্বরের বাড়িতে ওয়াজ মাহফিলে যান। ওয়াজ শেষে রাতে বাড়ি ফেরেননি। শনিবার দুপুর ১২টার দিকে এক শিশু আলমগীর মাতুব্বরের মাছের ঘেরের কাছ দিয়ে যাওয়ার সময় আমগাছের সঙ্গে শিকল বাঁধা অবস্থায় লাশ দেখতে পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন এসে থানায় খবর দেন। পুলিশ এসে লাশটি গাছ থেকে নামিয়ে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে নিয়ে যায়।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। ইতোমধ্যে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। ধারণা করছি, তাকে হত্যার পর গাছে ঝুলিয়ে রাখা হয়েছে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত