Homeদেশের গণমাধ্যমে‘আমরা জাতিগতভাবে একটু বেশি বিচার-বিশ্লেষণ করি’

‘আমরা জাতিগতভাবে একটু বেশি বিচার-বিশ্লেষণ করি’

[ad_1]

আলোচিত বিয়ের দু’দিনের মাথায় প্রকাশ হলো তাহসানের নতুন গান। অনুপম রেকর্ডিং থেকে প্রকাশিত ‘একলা ঘর’ নামের এই গানে তার সহশিল্পী সিঁথি। যদিও পুরো জাতির দৃষ্টি পড়েছিলো তাহসানের ব্যক্তিজীবনের সঙ্গীর প্রতি! এমন জটিল পরিস্থিতিতে সোমবার (৬ জানুয়ারি) রাতে প্রথম গণমাধ্যমের সামনে এলেন তাহসান। তাই সংগীতজীবনের পাশাপাশি তাকে দিতে হয়েছে ব্যক্তিজীবনের খবরও। তবে সাংবাদিকদের করা বিভিন্ন প্রশ্নের উত্তর তাহসান বেশ বুদ্ধিদীপ্তভাবেই সামলেছেন।

স্ত্রী রোজা আহ‌মে‌দের কোন বিষয়‌টি ভা‌লো লা‌গে, এমন প্রশ্নের জবা‌বে তাহসান ব‌লেন, ‘আমি একজন সাধারণ মানুষ। বিষয়‌টি নি‌য়ে কথা ব‌লে ন্যাশনাল ইস্যু হ‌তে চাই না।’

এরপর তিনি বলেন, ‘বিয়ে জীবনের একটা অংশ। আমার ব্যক্তিগত জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। যেহেতু আমি বিয়ে করেছি, সবাইকে জানানোর কথা ছিল, সেটি আমি জানিয়েছি। এইতো…। এর বাইরে একজন সাধারণ তাহসান যে বিয়ে করেছে, সেটি নিয়ে কিছু বলার নেই।’

বিয়ের পর কেমন অনুভূতি, সাংবাদিকদের এমন প্রশ্নে খানিকটা হেসে নেন তাহসান! এরপর তিনি বলেন, ‘এই প্রশ্নের উত্তর আসলে মজা করে যেভাবে দেওয়া যেত, সেটি দিতে পারছি না। কারণ আমাদের দেশে রসবোধ ব্যাপারটি সবাই একভাবে দেখে না বা এটি সবাই নিতেও পারে না। আমরা জাতিগতভাবে একটু বেশি বিচার-বিশ্লেষণ করি। বলা যায়, চুলচেরা বিশ্লেষণ করি। তাই এই প্রশ্নের উত্তর যেভাবে দিলে আমার মজা লাগতো, সেভাবে দিতে পারছি না। তবে এটুকু বলবো, এই অনুভূতি অসাধারণ।’

‘আমরা জাতিগতভাবে একটু বেশি বিচার-বিশ্লেষণ করি’

স্ত্রী রোজাকে নিয়ে তিনি বলেন, ‘আমি নিজেকে ভাগ্যবান মনে করি এ কারণে যে, ওর (রোজা) মতো একজনকে পেয়েছি। আমরা কেন বিয়ে করেছি, কেন একে-অপরকে ভালবাসি, সেটি একান্তই আমাদের ব্যক্তিগত ব্যাপার। তবে ঐ যে বললাম, এই অনুভূতি অসাধারণ।’

বি‌য়ের পর সামা‌জিকমাধ্যমে বেশ কিছু প্রশ্ন এসেছে, সেটা নি‌য়ে কী বল‌বেন? এই প্রশ্নে তাহসান ঠিক এভাবে উত্তর দেন, ‘আমি শুভাকাঙ্ক্ষী‌দের ভা‌লোবাসা পা‌চ্ছি, এটা নি‌য়ে আমি খুবই আনন্দিত। সব দে‌শেই নে‌গে‌টি‌ভি‌টি থা‌কে, আমা‌দের দে‌শে একটু বে‌শি চর্চা হয়। কাট‌তির জন্য এটা ঘ‌টে। আমার কাজ গান করা, গান ক‌রে যাব।’ ‘আমরা জাতিগতভাবে একটু বেশি বিচার-বিশ্লেষণ করি’ বলা দরকার, সোমবার রাতে সাংবাদিকদের মুখোমুখি হয়েই মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে তাহসান-রোজা দম্পতি হানিমুনের জন্য উড়াল দিয়েছেন মালদ্বীপের উদ্দেশে।

উল্লেখ্য, ৪ ডিসেম্বর সকাল থেকেই এই দম্পতির গায়ে হলুদের ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। সেসময় বিয়ের ব্যাপারটি এড়িয়ে যান তাহসান। তবে ওই দিন (শনিবার) সন্ধ্যায় নিজেই বিয়ের ছবি পোস্ট করেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

তাহসানের স্ত্রী রোজা আহমেদ পড়াশোনা শেষ করে কসমেটোলজি লাইসেন্স গ্রহণ করেন এবং পরবর্তীতে নিউ ইয়র্কের কুইন্সে রোজাস ব্রাইডাল মেকওভার প্রতিষ্ঠা করেন।

ছবি: সাজ্জাদ হোসেন



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত