[ad_1]
কোভিডের পর থেকে নারী ফুটবল নিয়ে ফেডারেশনগুলো খুব একটা আগ্রহী নয়। আগে যোগাযোগ করলে যেভাবে সাড়া দিত, এখন সেভাবে দেয় না জানিয়ে বাফুফের নারী ফুটবল কমিটির প্রধান মাহফুজা আক্তার আজ বলেন, ‘আমিরাতের সঙ্গে দুটি ম্যাচ চূড়ান্ত হয়েছে। ফেব্রুয়ারি উইন্ডোটা অন্তত আমরা মিস করলাম না। উইন্ডোতে একটা ম্যাচ পাচ্ছি। তবে ২ মার্চের ম্যাচটা আন্তর্জাতিক হবে না, কিছু করার নেই। তবে জুনে যেহেতু এশিয়া কাপের বাছাই আছে, সেটার জন্য প্র্যাকটিস ম্যাচও হয়ে যাবে। তাই আমরা রাজি হয়েছি যে অন্তত খেলা হোক।’
[ad_2]
Source link