[ad_1]
এই মুহূর্তে শোবিজ অঙ্গনের সবচেয়ে আলোচিত বিষয় বোধ হয় তাহসান-রোজার বিয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়ে আলোচনার যেন অন্ত নেই।
তাহসান বিয়ে নিয়ে মুখ খুললেও চুপ ছিলেন তার স্ত্রী উম্মে হাবিবা রোজা। অবশেষে ইনস্টাগ্রামে বেশকিছু বিয়ের ছবি আপলোড দিয়ে আলোচনা আরও খানিকটা উসকে দিলেন তাহসান পত্নী। ইনস্টাতে বেশ কিছু বিয়ের ছবি পোস্ট করে রোজা লিখেছেন, অবশেষে আমি একজন চমৎকার মানুষকে খুঁজে পেয়েছি। সে আমার কাছে বিশ্বাস, সম্মান ও বন্ধুত্ব চেয়েছে। আমি তাকে এসব দেওয়ার প্রতিজ্ঞা করেছি এবং সারাজীবনের জন্য একটি ঘর দিয়েছি।
উল্লেখ্য, ৪ তারিখ সকাল থেকেই এই দম্পতির গায়ে হলুদের ছবি ছড়িয়ে পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেসময় বিয়ের ব্যাপারটি এড়িয়ে যান তাহসান। তবে ঐদিন (শনিবার) সন্ধ্যায় নিজেই বিয়ের ছবি পোস্ট করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
জানা যায়, শনিবার (৪ ডিসেম্বর) তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। অবশ্য রোজা এ বিষয়ে তখন পর্যন্ত চুপ ছিলেন। তবে রবিবার (৫ ডিসেম্বর) তিনি ইনস্টাতে বিয়ের সুন্দর কিছু ছবি পোস্ট করেছেন। উল্লেখ্য, তাহসানের স্ত্রী রোজা আহমেদ নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির ওপর পড়াশোনা করেছেন। পড়াশোনা শেষ করে কসমেটোলজি লাইসেন্স গ্রহণ করেন এবং পরবর্তীতে নিউইয়র্কের কুইন্সে রোজাস ব্রাইডাল মেকওভার প্রতিষ্ঠাতা করেন। পাশাপাশি রোজা একজন উদ্যোক্তা।
[ad_2]
Source link