Homeদেশের গণমাধ্যমেআরশ-তিশার নতুন নাটক ‘পড়তে আমার ভাল্লাগে না’

আরশ-তিশার নতুন নাটক ‘পড়তে আমার ভাল্লাগে না’

[ad_1]

নাটকের জনপ্রিয় মুখ আরশ খান ও তাসনুভা তিশা। টেলিভিশন এবং ইউটিউব চ্যানেলে নিয়মিত দেখা যায় এই জুটিকে। সম্প্রতি প্রিন্স রোমান পিকিউর রচনা ও পরিচালনায় মুক্তি পেয়েছে আরশ-তিশার নতুন নাটক ‘পড়তে আমার ভাল্লাগে না’।

নির্মাতা প্রিন্স রোমান পিকিউ জানান, নাটকটির নাম শুনে মনে হতে পারে, হয়ত একটি মিষ্টি প্রেমের গল্প। কিন্তু না, আদতে এটি একটি বোধের গল্প। আমাদের সমাজ ব্যবস্থায় শোষণ এবং নিপীড়নের যেই চর্চাগুলো এখনো বিদ্যমান, সেরকম একটা দিকের ইঙ্গিত করা হয়েছে। চালচুলোহীন শূণ্য পকেটের জীবন কতটা দুর্বিষহ, কিংবা একজন মানুষের নিয়ন্ত্রণহীন রাগ ক্ষোভ জিদ অন্যের কতখানি ক্ষতির কারণ হতে পারে, সেই বিষয়গুলোও ফুটে উঠেছে।

নাটকটি নিয়ে দর্শক প্রতিক্রিয়া কেমন, জানতে চাইলে প্রিন্স রোমান পিকিউ বলেন, দারুণ সাড়া পাচ্ছি। আসলে গল্পটি জীবন ঘনিষ্ঠ হওয়ায়, বেশিরভাগ মানুষই তা রিলেট করতে পারছেন। এবং অনেকেই চাইছেন এটির ২য় পার্ট আসুক। সব মিলিয়ে দর্শকদের উচ্ছ্বাস আমাকে বেশ আশাবাদী করেছে। আমার নির্মিত নাটকের গল্পগুলো বেশিরভাগ সময়ই জীবন ঘনিষ্ঠ হয়ে থাকে। হয়ত সামনে এমন গল্পের সংখ্যা আরও বাড়বে।

পড়তে আমার ভাল্লাগে না নাটকটি দেখা যাচ্ছে ‘নাটক বাড়ি’র ইউটিউব চ্যানেলে। আরশ খান ও তাসনুভা তিশা ছাড়াও এই গল্পে অভিনয় করেছেন শিবা শানু, সাবিহা জামান, হিন্দোল রায়, পারভেজ সুমনসহ আরও অনেকেই।

উল্লেখ্য, প্রকাশের পর থেকে এখন পর্যন্ত, মাত্র দুইদিনেই ১১ লাখের বেশি মানুষ নাটকটি দেখেছেন।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত