Homeদেশের গণমাধ্যমেআরহামের অভিষেক ম্যাচে ১০ জনের কম্বোডিয়ার কাছে বাংলাদেশের হার

আরহামের অভিষেক ম্যাচে ১০ জনের কম্বোডিয়ার কাছে বাংলাদেশের হার

[ad_1]

এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইপর্বে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। একঘণ্টারও বেশি সময় প্রতিপক্ষ একজন কম নিয়ে খেললেও তারা গোল  তো করতে পারেইনি, বরং খেয়েছে। ১০ জনের কম্বোডিয়ার বিপক্ষে ১-০ গোলে হারতে হয়েছে বাংলাদেশকে। ধারার বিপরীতে গোল হজম করে প্রথম ম্যাচেই পরাজিত লাল সবুজ দল। অস্ট্রেলীয় বংশোদ্ভুত আরহাম ইসলামের অভিষেকটা তাই সুখকর হয়নি।

কম্বোডিয়ার অলিম্পিক স্টেডিয়ামে শনিবার ম্যাচের শুরু থেকে স্বাগতিকরা কিছুটা আধিপত্য দেখায়। গোল প্রায় পেয়েই যাচ্ছিল। ৯ মিনিটে কম্বোডিয়া প্রথম সুযোগ পায়। একজনের হেড সাইডবারে লেগে ফিরে আসে।

বাংলাদেশ-কম্বোডিয়ার লড়াই

বাংলাদেশ ২০ মিনিটে নিজেদের মুন্সিয়ানা দেখানোর সুযোগ নষ্ট করে। বক্সের বাইরে থেকে অপু রহমানের বাঁ পায়ের বুলেট গতির শট দূরের পোস্ট দিয়ে যায়।

২৫ মিনিটে কম্বোডিয়া ১০ জনের দলে পরিণত হয়। আরহামকে পা দিয়ে আঘাত করার জন্য লাল কার্ড দেখেন দারো ট্রাচ। এর আগে একটি হলুদ কার্ড ছিল তার। এরপর থেকে কম্বোডিয়াকে চাপে রাখে বাংলাদেশ।

যোগ করা সময়ে বাংলাদেশ আর একটু হলেই গোল পেতে পারতো। মোর্শেদ আলী-অপুদের আক্রমণ রুখে গোলকিপার দেয়াল হয়ে দাঁড়ালে গোল পাওয়া হয়নি সাইফুল বারী টিটুর দলের।

বাংলাদেশের একটি আক্রমণ

বিরতির পরও একচেটিয়া প্রাধান্য। ৪৮ মিনিটে জটলা থেকে বাংলাদেশ গোল পায়নি। এবারও বাধা গোলকিপার। একটু পর আরহামের ফ্রি কিক ক্রসবারের ওপর দিয়ে গেলে হতাশ হতে হয় দলের সবাইকে। ৭০ মিনিটে মোর্শেদের শট হাত উঁচিয়ে গোল হতে দেননি গোলকিপার।

৮৫ মিনিটে কম্বোডিয়া প্রতি আক্রমণ থেকে গোল পায়। বক্সে ঢুকে তাদের একজন ডান পায়ের জোরালো শটে বাংলাদেশের গোলকিপারকে হারান। শেষ পর্যন্ত এক গোলে হার নিয়ে মাঠ ছাড়তে হয় টিটুর দলকে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত