[ad_1]
সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এ সিনেমার আবেগ ছুঁয়ে গেছে দর্শককে, সে জন্যই বন্ধুত্ব নিয়ে নির্মিত ছবিটি এতটা সাফল্য পেয়েছে। আলোচিত এ ছবিতে অভিনয় করেছেন সৌবিন শাহির, শ্রীনাথ ভাসি, বালু ভার্গিস, গণপতি এস পোডুভাল প্রমুখ।
‘দ্য গোট লাইফ’
গত ২৮ মার্চ মুক্তি পায় দক্ষিণের সিনেমা ‘দ্য গোট লাইফ’। মুক্তির পরই সিনেমাটি আলোচনায় আসে। বক্স অফিসেও আয়ে জায়গা করে নেয়। প্রশংসিত হচ্ছে ভক্তদের কাছে। নাজিবেরা দুই ভাই ভাগ্য পরিবর্তনের জন্য মধ্যপ্রাচ্যে যায়। এখানেই ঘটনাচক্রে মরুভূমিতে জায়গা হয়। সেখানে দাস হতে হয় নাজিবকে। অর্ধাহারে থাকতে হয়।
[ad_2]
Source link