Homeদেশের গণমাধ্যমেআল্লাহর সন্তুষ্টির জন্য সম্পদ ব্যয়

আল্লাহর সন্তুষ্টির জন্য সম্পদ ব্যয়


আল্লাহতায়ালা বলেন, ‘লোকেরা আপনাকে জিজ্ঞাসা করে যে, তারা কী ব্যয় করবে? আপনি বলে দিন—যে ধন-সম্পদ তোমরা ব্যয় করবে, তা হবে পিতা-মাতা, আত্মীয়স্বজন, এতিম-মিসকিন এবং মুসাফিরদের জন্য। তোমরা যেসব উত্তম কাজ করো, আল্লাহ সে সম্পর্কে অবগত।’ (সুরা বাকারা: ২১৫)

শিক্ষা

১. আল্লাহ মানুষকে যে সম্পদ দিয়েছেন, তা শুধু নিজে ভোগ না করে অন্যদের জন্যও ব্যয় করা।

২. মা-বাবা, আত্মীয়স্বজনদের জন্য সম্পদ ব্যয় করা, তেমনি গরিব-মিসকিনদের জন্যও ব্যয় করা। শুধু আত্মীয়স্বজনদের জন্যই খরচ করা কিংবা আত্মীয়স্বজনদের ভুলে শুধু গরিব-মিনকিনদের দান করা নয়, সবার প্রতি ব্যয়ের হাত প্রসারিত রাখা।

৩. বান্দা দান করলে আল্লাহ খুশি হন। দান-সদকা বা হাদিয়া ইত্যাদি ছাড়াও বান্দা যেসব ভালো কাজ করে আল্লাহ সব জানেন ও দেখেন। পরকালে এর জন্য আল্লাহ উত্তম বদলা দান করবেন।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত