Homeদেশের গণমাধ্যমেআশুলিয়ায় ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

আশুলিয়ায় ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত


ঢাকার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের এক প্রাণবন্ত কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ মে) বিকেলে ইয়ারপুরের হাজীবাড়ি মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। শতাধিক নেতাকর্মীর উপস্থিতিতে পুরো মাঠে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

সম্মেলনে সভাপতিত্ব করেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম আরিফ। প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মঞ্জরুল হক সৌরভ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক সুজন শিকদার।

সম্মেলন ঘিরে দুপুর থেকেই বিভিন্ন ওয়ার্ড ও ইউনিট থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে ব্যানার-ফেস্টুনসহ নেতাকর্মীরা হাজীর হন সমাবেশস্থলে। হঠাৎ শুরু হওয়া বৃষ্টিও থামাতে পারেনি নেতাকর্মীদের উচ্ছ্বাস। বৃষ্টিকে উপেক্ষা করেই তারা সম্মেলনে অংশ নেন এবং কর্মসূচিকে সফল করে তোলেন।

বক্তারা বলেন, ছাত্রদলকে আরও সুসংগঠিত করে ভবিষ্যতের আন্দোলন-সংগ্রামে কার্যকর ভূমিকা রাখতে হবে। ইয়ারপুর ইউনিয়ন ছাত্রদল সে লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

স্থানীয় নেতাকর্মীরা জানান, এ ধরনের সম্মেলনের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও বেগবান হবে এবং নেতৃত্বে আসবে নতুন উদ্যম।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত