Homeদেশের গণমাধ্যমে‘আসন নয়, মেডিকেল কলেজে শিক্ষক বাড়ানোর কথা ভাবছে সরকার’

‘আসন নয়, মেডিকেল কলেজে শিক্ষক বাড়ানোর কথা ভাবছে সরকার’

[ad_1]

মেডিকেল কলেজে আসন না বাড়িয়ে পড়াশোনার মান বাড়ানোর লক্ষ্যে সরকার অধিকসংখ্যক শিক্ষক নিয়োগের কথা ভাবছে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।

শুক্রবার (১৭ জানুয়ারি) রাজধানীর মোহাম্মদপুরে রেসিডেনসিয়াল মডেল কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এমন কথা বলেন তিনি।

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, মেডিকেল কলেজে আসন বৃদ্ধি নয়, সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে অধিক সংখ্যক শিক্ষক নিয়োগের কথা ভাবছে সরকার।

তিনি বলেন, আমরা যদি মান ঠিক রাখতে না পারি, যদি অধ্যাপক দিতে না পারি, ভালো শিক্ষক না পাই, তাহলে ভালো ডাক্তার কোথা থেকে তৈরি হবে? এগুলো আমাদেরকে ভাবতে হচ্ছে। আমরা কিছু একটা করব। হয়তো সরকারি মেডিকেল কলেজ দিয়ে শুরু করব।

সেক্ষেত্রে মানহীন মেডিকেল কলেজগুলো বন্ধ করে দেওয়া হবে কি না— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রয়োজনে সরকারি মেডিকেলগুলোর সঙ্গে বেসরকারিগুলোকে সমন্বয় করা হবে। এ সময় ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে বলেও জানান স্বাস্থ্য উপদেষ্টা।

পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনে সকল অংশীজন সম্পূর্ণ তৎপর ছিলেন জানিয়ে নূরজাহান বেগম বলেন, প্রশ্নফাঁস থেকে শুরু করে পরীক্ষার কেন্দ্র পর্যন্ত কোথাও কোনো সমস্যা হয়নি। ভর্তি পরীক্ষা সুষ্ঠু অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে প্রশ্নফাঁসের খবরকে গুজব বলে জানান স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত