সংশোধিত সূচি অনুযায়ী ৩ জুন আইপিএলের ফাইনাল হবে আহমেদাবাদে। পরিবর্তিত হয়েছে প্লে-অফের ভেন্যুও।
ভারত-পাকিস্তান সংঘাতে সপ্তাহখানেকের মতো বন্ধ ছিল আইপিএল। ৯ মে বন্ধ হওয়ার পর সেটা পুনরায় মাঠে গড়ায় ১৭ মে।
আহমেদাবাদে ফাইনাল অনুষ্ঠিত হবে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। এই মাঠেই ১ জুন হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। ২৯ মে প্রথম কোয়ালিফায়ার এবং ৩০ মে এলিমিনেটর হবে পাঞ্জাব কিংসের মাঠ মুল্লানপুরের নতুন পিসিএ স্টেডিয়ামে।
শুরুতে প্লে-অফ হওয়ার কথা ছিল হায়দরাবাদ ও কলকাতায়। কিন্তু ভারতের দক্ষিণাঞ্চলের প্রতিকূল আবহাওয়ার কথা ভেবে ভেন্যু পাল্টানোর সিদ্ধান্ত নেয় বিসিসিআই।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ঘরের মাঠের শেষ ম্যাচটিও লখনউতে সরিয়ে নেওয়া হয়েছে। ওই ম্যাচে প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। এই মাঠেই লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচ খেলবে বেঙ্গালুরু।