Homeদেশের গণমাধ্যমেআ.লীগ মৃত মানুষের ওপর নৃত্য করেছে : গোলাম ফারুক

আ.লীগ মৃত মানুষের ওপর নৃত্য করেছে : গোলাম ফারুক

[ad_1]

ব্রা‏হ্মণবাড়িয়া জেলা জামায়াতের আমির মো. গোলাম ফারুক বলেছেন, আওয়ামী লীগের ইতিহাস হত্যা, সন্ত্রাসী ও লুটপাটের ইতিহাস। ২০০৬ সালে এক যুবলীগ নেতা মৃত মানুষের ওপর নৃত্য করেছিল। সময় আসুক গর্ত থেকে বের করে করে তাদের গ্রেপ্তার করা হবে। তাদের বিচার বাংলার মাটিতেই হবে।

শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে গণহত্যাকারীদের বিচারের দাবিতে ব্রা‏হ্মণবাড়িয়ার কসবা পৌর মুক্তমঞ্চে গণসমাবেশে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর, ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ড, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের এবং সর্বশেষ ২০২৪ সালের জুলাই-আগস্ট গণহত্যার বিচার দাবি করেছি।

কসবা উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ মো. ফরিদ উদ্দিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি মো. শিবলী নোমানীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রা‏হ্মণবাড়িয়া জেলা জামায়াতের নায়েবে আমির কাজী মো. ইয়াকুব আলী, জেলা জামায়াতের সাবেক আমির মো. দ্বীন ইসলাম ভূইয়া, সেক্রেটারি মাওলানা মোবারক হোসেন, জেলা জামায়াত নেতা কাজী সিরাজুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠান শেষে মুক্তমঞ্চে আওয়ামী লীগের দুঃশাসন এবং বিভিন্ন সময়ের গণহত্যা নিয়ে চলচ্চিত্র প্রদর্শন করা হয়।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত