Homeদেশের গণমাধ্যমেইইউ দেশগুলোয় শিশু সুরক্ষার নিয়ম লঙ্ঘনের অভিযোগে চার প্ল্যাটফর্মের বিরুদ্ধে তদন্ত হচ্ছে

ইইউ দেশগুলোয় শিশু সুরক্ষার নিয়ম লঙ্ঘনের অভিযোগে চার প্ল্যাটফর্মের বিরুদ্ধে তদন্ত হচ্ছে


কমিশনের অভিযোগ, এসব কোম্পানি শিশুদের অধিকার ক্ষুণ্ন হতে পারে, এ–সংক্রান্ত ঝুঁকি মূল্যায়ন ও তা প্রশমনের কোনো কার্যকর উদ্যোগ নেয়নি। পাশাপাশি বয়স যাচাইয়ের যথাযথ পদ্ধতি না থাকায় শিশুরা সহজেই এসব পর্নোগ্রাফিক কনটেন্টে প্রবেশ করতে পারছে।

ইউরোপীয় ইউনিয়নের প্রযুক্তিবিষয়ক প্রধান হেনা ভারক্কুনেন এক বিবৃতিতে বলেন, ‘অনলাইন জগৎটি শিশুদের শেখা ও সংযোগ তৈরির জন্য একটি নিরাপদ পরিবেশ হওয়া উচিত। অপ্রাপ্তবয়স্কদের সুরক্ষা নিশ্চিত করা এবং তাদের জন্য নিরাপদ অনলাইন পরিসর তৈরি করা আমাদের অগ্রাধিকার।’

‘পর্নহাব’–এর মালিক ও সাইপ্রাসভিত্তিক ক্রিপ্টো প্রতিষ্ঠান আইলো ফ্রিসাইটস লিমিটেড জানিয়েছে, তাদের ওয়েবসাইটগুলো আরটিএ (শুধু প্রাপ্তবয়স্কদের জন্য সীমিত) মানদণ্ড মেনে চলে। শিশু সুরক্ষা নিয়ে কাজ করা সংস্থা অ্যাসোসিয়েশন অব সাইটস অ্যাডভোকেটিং চাইল্ড প্রটেকশন তাদের এই স্বীকৃতি দিয়েছে। নিজেদের ওয়েবসাইট শুধু বৈধভাবে প্রাপ্তবয়স্কদের জন্যই সংরক্ষিত বলে জানিয়েছে আইলো ফ্রিসাইটস।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত