[ad_1]
চেয়ারম্যান প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘আমরা যাঁরা শিক্ষাপ্রতিষ্ঠানে আছি, আমরা চাই, ভালো ও উন্নতমানের শিক্ষা। উন্নতমানের শিক্ষার মাধ্যমেই আমরা নিজেদের উন্নত করতে পারব। আমরা নিজেদের, সমাজের ও দেশের পরিবর্তন আনতে পারব। বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিল যে কাজগুলো করতে চায়, সেগুলো হচ্ছে শিক্ষাব্যবস্থা, শিক্ষার মান, কর্মসূচি, শিক্ষার্থীরা যেন ভালো ও উন্নতমানের শিক্ষা পায়, নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে এবং দেশ ও সমাজের কাজে লাগতে পারে তার ব্যবস্থা করা। তিনি এ কর্মশালার আয়োজন করার জন্য সংশ্লিষ্ট সবাইকে এবং কর্মশালায় অংশগ্রহণ করার জন্য উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান।’
উপাচার্য বিশেষ অতিথির বক্তব্যে বলেন, এই কর্মশালা উচ্চশিক্ষায় উৎকর্ষতা লাভ এবং তার মান উন্নয়নে সম্মেলিতভাবে কাজ করার মাধ্যমে আমরা এগিয়ে যেতে পারব। অ্যাক্রিডিটেশন শিক্ষাব্যবস্থায় উৎকর্ষতা ও সার্বক্ষণিক উন্নয়নের চাবি কাঠি। যার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাদান, শিক্ষণ, গবেষণা ও উদ্ভাবন, শিক্ষার্থীদের সহায়তা, প্রশাসনিক দক্ষতা ইত্যাদির মান নির্ণয় করে। এই কর্মশালা আমাদের অ্যাক্রিডিটেশন এর প্রসেসকে সফলভাবে সম্পন্ন করতে সহায়তা করবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন।
[ad_2]
Source link