Homeদেশের গণমাধ্যমেইউএনওর কাছে ‘নালিশ’ করায় বিদ্যালয়ের শিক্ষক সহকর্মীকে মারধরের অভিযোগ

ইউএনওর কাছে ‘নালিশ’ করায় বিদ্যালয়ের শিক্ষক সহকর্মীকে মারধরের অভিযোগ

[ad_1]

মারধরের ঘটনায় মজনুর রহমানের বিরুদ্ধে গতকাল রাতে মণিরামপুর থানা, জেলা প্রশাসক এবং মণিরামপুরের ইউএনওর কাছে পৃথক লিখিত অভিযোগ দিয়েছেন রবিউল ইসলাম।

থানায় লিখিত অভিযোগে রবিউল ইসলাম উল্লেখ করেন, সহকারী শিক্ষক মজনুর রহমান বিদ্যালয়ের কোনো নিয়মনীতি মানেন না। গতকাল সকালে তিনি বিদ্যালয়ে উপস্থিত হয়ে বাড়িতে চলে যান। এরপর ইউএনও বিদ্যালয়ে পরিদর্শনে এলে খবর পেয়ে তিনি আবার বিদ্যালয়ে ফেরেন। তখন বিষয়টি ইউএনওকে মৌখিকভাবে জানান রবিউল ইসলাম। ইউএনও বিদ্যালয় থেকে চলে যাওয়ার পর বেলা একটার দিকে বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনের সামনে সব শিক্ষক–শিক্ষার্থীর সামনে তাঁকে অকথ্য ভাষায় গালাগাল করেন মজনুর। একপর্যায়ে পাশের কক্ষ থেকে লাঠি এনে তাঁর মাথায় আঘাত করেন। এতে তাঁর মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে জখম হয়।

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত