Homeদেশের গণমাধ্যমেইউক্রেনের হয়ে যুদ্ধরত ব্রিটিশ নাগরিককে গ্রেফতার করেছে রুশ বাহিনী

ইউক্রেনের হয়ে যুদ্ধরত ব্রিটিশ নাগরিককে গ্রেফতার করেছে রুশ বাহিনী

[ad_1]

রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় সেনাবাহিনীর হয়ে রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াই করা এক ব্রিটিশ ভাড়াটে যোদ্ধাকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (২৪ নভেম্বর) রুশ সেনাদের উদ্ধৃত করে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আরআইএকে এ তথ্য জানিয়েছে এক নিরাপত্তা-সূত্র। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।  

আরআইএ’র প্রকাশিত এক প্রতিবেদনে রুশ নিরাপত্তা সূত্র আরও জানিয়েছে, ‘জবানবন্দিতে ওই ব্রিটিশ ভাড়াটে যোদ্ধা নিজের নাম জেমস স্কট রিস অ্যান্ডারসন বলে জানিয়েছেন।’

রবিবার রাশিয়াপন্থি সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা এক ভিডিওতে দেখা গেছে, সামরিক পোশাক পরা এবং পেছনে হাত বাঁধা এক তরুণ হাঁটু গেড়ে বসে আছেন। দাড়িওয়ালা ওই ব্যক্তি ইংরেজিতে বলেন, তার নাম জেমস স্কট রিস অ্যান্ডারসন। তিনি আগে ব্রিটিশ সেনাবাহিনীতে কাজ করতেন।

রয়টার্স ভিডিও এবং আরআইএ বা অন্যান্য সংবাদমাধ্যমের প্রতিবেদনগুলো স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

ভিডিওটি কখন ধারণ করা হয়েছে তা পরিষ্কার নয়। ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্তব্য জানতে চাইলে তাৎক্ষণিক কোনও সাড়া পাওয়া যায়নি।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর এ বিষয়ে বলেছে, ওই নাগরিক গ্রেফতার হওয়ার পর তার পরিবারের পাশে দাঁড়িয়েছে তারা।

গত আগস্টে রুশ সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে আচমকা হামলা চালায় ইউক্রেনের সেনাবাহিনী। অঞ্চলটির একটি অংশ এখনো ইউক্রেনীয় সেনাদের নিয়ন্ত্রণে। তবে গত সপ্তাহে কিয়েভ জানিয়েছিল, রুশ বাহিনীর একাধিক পাল্টা আক্রমণে ওই অঞ্চলের দখলে নেওয়া ৪০ শতাংশের বেশি এলাকার নিয়ন্ত্রণ হারিয়েছে তারা।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত