Homeদেশের গণমাধ্যমেইন্টারের বিপক্ষে ম্যাচের আগে বার্সার জন্য সুখবর

ইন্টারের বিপক্ষে ম্যাচের আগে বার্সার জন্য সুখবর

[ad_1]

প্রকাশিত: ২২:৫৭, ২ মে ২০২৫  

ইন্টারের বিপক্ষে ম্যাচের আগে বার্সার জন্য সুখবর


উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে ইন্টার মিলানের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে বার্সেলোনা। ফিরতি লেগের আগে কিছুটা দুশ্চিন্তায় ছিল দলটি। কারণ, ইনজুরিতে পড়েছেন তাদের অন্যতম নির্ভরযোগ্য ডিফেন্ডার জুলেস কুন্ডে। তবে সেই দুশ্চিন্তার মাঝে আশার আলো দেখিয়েছেন বার্সা কোচ হান্সি ফ্লিক।

দীর্ঘদিন পর দলের নিয়মিত গোলরক্ষক মার্ক-আন্দ্রে টার স্টেগান ফিরছেন মাঠে। হাঁটুর ইনজুরির কারণে গত সেপ্টেম্বর থেকে বাইরে থাকা এই জার্মান গোলরক্ষক লা লিগায় রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে ম্যাচে খেলবেন বলে জানিয়েছেন ফ্লিক। এরই ধারাবাহিকতায় তিনি চ্যাম্পিয়নস লিগে ইন্টারের বিপক্ষেও মাঠে নামবেন বলে আশা করা হচ্ছে।

কোচ ফ্লিক বলেন, “মার্ক ফিরছে। সে খুব ভালো অবস্থায় আছে। অনুশীলনে তার পারফরম্যান্স দারুণ। এখন আমাদের দ্বিতীয় লেগের জন্য প্রস্তুতি নিতে হবে।”

এদিকে বার্সা কিছুটা ঘুরিয়ে-ফিরিয়ে দল সাজাবে ভায়াদোলিদের বিপক্ষে ম্যাচে। তবে প্রতিপক্ষ দ্বিতীয় বিভাগে নেমে গেলেও, ম্যাচটি হালকাভাবে নিচ্ছেন না ফ্লিক। তিনি বলেন, “লা লিগা সবচেয়ে গুরুত্বপূর্ণ শিরোপা। এটা সত্যিকারের পরিশ্রমের ফল। ভায়াদোলিদ এখনো লা লিগার দল। তাদের যথাযথ সম্মান জানিয়ে আমরা মনোযোগ ধরে রাখছি। এমন ম্যাচেই লিগ শিরোপা হাতছাড়া হয়ে যেতে পারে।”

এই মুহূর্তে বার্সেলোনা লা লিগার পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে, রিয়াল মাদ্রিদের চেয়ে চার পয়েন্ট এগিয়ে। আগামী রোববার ( ১১ মে) এল ক্লাসিকো। তার আগে পাঁচ ম্যাচ বাকি থাকায় ফ্লিক শিরোপা দৌড়ে সামান্য ভুলেরও সুযোগ রাখতে চান না।

তবে কিছু ইনজুরি সমস্যা এখনও বার্সার চিন্তার কারণ। আলেহান্দ্রো বালদে, রবার্ট লেভানডভস্কি ও মার্ক কাসাদো এখনও মাঠে ফিরতে পারেননি। তবে তারা ইন্টারের বিপক্ষে ফিরতি লেগে খেলার জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে।

ঢাকা/আমিনুল



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত