Homeদেশের গণমাধ্যমেইপসউইচকে উড়িয়ে দিয়ে চারে ফিরলো ম্যানসিটি

ইপসউইচকে উড়িয়ে দিয়ে চারে ফিরলো ম্যানসিটি

[ad_1]

ব্রেন্টফোর্ডের পর ইপসউইচের জালেও দুইবার বল রাখলেন ফিল ফডেন। আগের ম্যাচে দুই গোলের লিড নিয়েও হোঁচট খেতে হয়েছিল সিটিকে। এবার পোর্টম্যান রোডে গোল উৎসব করেছে তারা।

৬-০ গোলের জয়ে ফডেন সুই গোল করার পাশাপাশি একটি বানিয়ে দিয়েছেন। রবিবারের এই জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ টেবিলে সেরা চারে ফিরেছে চারবারের বর্তমান চ্যাম্পিয়নরা।

সমান ৩৮ পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে তারা নিউক্যাসেল ইউনাইটেডকে পেছনে ফেলে চতুর্থ স্থানে। শীর্ষ দল লিভারপুলের চেয়ে এক ম্যাচ বেশি খেলে ১২ পয়েন্ট পেছনে তারা।

২৭তম মিনিটে গোলমুখ খোলেন ফডেন। তিন মিনিট পর মাতেও কোভাচিচকে দিয়ে গোল করান তিনি। বিরতির আহে ৪২ মিনিটে নিজের দ্বিতীয় গোলে ৩-০ করেন ফডেন।

হাফটাইমের পরপর জেরেমি ডকু ব্যবধান আরও বাড়ান। তার বানিয়ে দেওয়া বলে ৫-০ করেন আর্লিং হাল্যান্ড। ইপসউইচের কফিনে ৬৪তম মিনিটে শেষ পেরেক ঠুকে দেন জেরেমি ম্যাকএটি।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত