Homeদেশের গণমাধ্যমেইরানের নৌবাহিনীতে এবার প্রথম গোয়েন্দা জাহাজ 

ইরানের নৌবাহিনীতে এবার প্রথম গোয়েন্দা জাহাজ 

[ad_1]

এক হাজার উচ্চপ্রযুক্তির নতুন ড্রোনের পর এবার প্রথম গোয়েন্দা জাহাজ (সিগন্যালস ইন্টেলিজেন্স শিপ) পেয়েছে ইরান। দেশটির নৌবাহিনীতে বুধবার (১৫ জানুয়ারি) এই জাহাজ যুক্ত হয়। ইরানের আধা-রাষ্ট্রীয় বার্তাসংস্থা তাসনিমের বরাতে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

তাসনিম জানিয়েছে, জ্যাগরস নামের নতুন ক্যাটাগরির এই সামরিক বাহনে উচ্চপ্রযুক্তির বৈদ্যুতিক সেন্সর রয়েছে। ফলে এই জাহাজের মাধ্যমে সাইবার হামলা ঠেকানো এবং গোয়েন্দাবৃত্তি নজরদারিতে রাখা সম্ভব হবে।

দেশটির নৌ কমান্ডার শাহরাম ইরানি বলেছেন, সাগর ও মহাসাগরে ইরানের সদা জাগ্রত চোখ হবে এই জ্যাগরোস গোয়েন্দা জাহাজ।

চলতি মাসের শুরুতে দুই মাসব্যাপী সামরিক মহড়া শুরু করেছে ইরান। এরমধ্যে নাতানজে অবস্থিত গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোর বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করার মহড়া সম্পন্ন করেছে রেভল্যুশনারি গার্ডস।

ইরানের চির প্রতিদ্বন্দ্বী ইসরায়েলের সঙ্গে রেষারেষি তুঙ্গে থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। ফলে সামনের দিনগুলোতে বেকায়দায় পড়তে পারে ইরান। এরমধ্যেই সামরিক মহড়া ও যুদ্ধাস্ত্র দিয়ে নিজেদের তৈরি করছে ইরান।

ইরান সরকারের মুখপাত্র গত অক্টোবরে জানিয়েছিলেন, ক্রমবর্ধমান হুমকি মোকাবিলায় সামরিক খাতে বরাদ্দ দ্বিগুণ করার পরিকল্পনা করছে দেশটির সরকার। 



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত