Homeদেশের গণমাধ্যমেইশরাককে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

ইশরাককে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ


আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রবিবার (২৭ এপ্রিল) রাতে এই গেজেট সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এর মধ্য দিয়ে বিএনপির প্রয়াত নেতা ও অখণ্ড ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন খোকার ছেলে বাবার উত্তরসূরি হিসেবে ডিএনসিসির নাগরিক সুযোগ-সুবিধা দেওয়ার সুযোগ পেলেন।

২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন হয়। নির্বাচনে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপসকে মেয়র পদে বিজয়ী ঘোষণা করা হয়। তবে অনিয়ম-দুর্নীতি এবং অগ্রহণযোগ্যতার অভিযোগে ডিএসসিসি নির্বাচন ও ফলাফল বাতিল চেয়ে ওই বছরেরই ৩ মার্চ নির্বাচন ট্রাইব্যুনালে মামলা করেন বিএনপির প্রার্থী ইশরাক হোসেন।

মামলায় তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা, রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন ও দক্ষিণ সিটির মেয়র নূর তাপসসহ আটজনকে বিবাদী করা হয়।

পরিবর্তীত রাজনৈতিক পরিস্থিতিতে সেই মামলার রায় হয় গত ২৭ মার্চ। ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনি ট্রাইব্যুনাল ওই নির্বাচনের ফলাফল বাতিল করেন; ইশরাককে মেয়র ঘোষণা করেন।

২৭ মার্চ রায় হলেও এ নিয়ে অধিকতর কোনো আইনি সংকট আছে কি না, তা পর্যালোচনা করতেই কেটে গেছে ঠিক এক মাস।  কারণ, ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশে কোনো জটিলতা আছে কি না, সে বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছিল ইসি।

এর আগে চট্টগ্রাম সিটি করপোরেশনের বিএনপির নেতা শাহাদাত হোসেন আদালতের রায়ে মেয়র ঘোষিত হলে ইসি তার নামে গেজেট প্রকাশ করে। সে অনুযায়ী শপথ নিয়ে তিনি এখন দায়িত্ব পালন করছেন।

২০২০ সালের ১ ফেব্রুয়ারির নির্বাচনের পর ২ ফেব্রুয়ারি ফলাফলের গেজেট প্রকাশ করা হয়। সে অনুযায়ী, বিজয়ী হিসেবে ডিএসসিসির মেয়র হিসেবে শপথ নিয়ে দায়িত্ব পালন করছিলেন ফজলে নূর তাপস। ২০২৪ সালে শেখ হাসিনা সরকারের পতনের আগেই বিদেশে যান তাপস; গণঅভ্যুত্থানে ৫ আগস্ট রাজনীতির পটপরির্বতন হওয়ার পর আর দেশে ফেরেননি তিনি। 

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে দেশের সব ঢাকার দুই সিটি করপোরেশনসহ সব মহানগর ও পৌরসভার মেয়রকে বহিষ্কার করে; ফলে শূন্য হয় ডিএসসিসি পরিচালনায় প্রশাসক নিয়োগ দেয় সরকার। 

ফজলে নূর তাপস ডিএসসিসির মেয়র হিসেবে দায়িত্ব নিয়েছিলেন ২০২০ সালের ১৬ মে। অর্থাৎ করপোরেশনের মেয়াদ রয়েছে আগামী ১৫ মে পর্যন্ত।

আইন মন্ত্রণালয়ের পরামর্শে প্রকাশিত গেজেটে ইশরাক মেয়র হলেন ঠিকই, তবে এই পদে তার কতদিন বসার সুযোগ হয়, সেটি হয়তো দু-এক দিনের মধ্যে জানা যাবে। কারণ, ইশরাক নিজেই বলেছিলেন, গেজেট প্রকাশের পর আইনজীবীদের সঙ্গে বসে বিষয়টি পরিষ্কার করবেন তিনি।  





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত