Homeদেশের গণমাধ্যমেইসকন নিষিদ্ধ ও আইনজীবীর হত্যকারীদের ফাঁসি দাবি

ইসকন নিষিদ্ধ ও আইনজীবীর হত্যকারীদের ফাঁসি দাবি

[ad_1]

হেফাজতের নেতারা বলেন, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, ছাত্রলীগ নেতা নুরুল আজিম ও ইসকনের মদদে আইনজীবীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। জড়িত যেসব আসামি এখনো ধরা পড়েননি, তাঁদের গ্রেপ্তার করতে হবে।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব হারুন বিন ইজাহার। ইসকন সব ইসলামি দলের সঙ্গে বসতে চাচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘আমরা কোনো উগ্রবাদী সংগঠনের সঙ্গে বসব না। আমাদের তিনটি শর্ত পূরণ করতে হবে। এক হচ্ছে এ সমস্ত হিন্দু সংগঠনকে ভারতের সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করতে হবে। দুই হচ্ছে বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতনের যে গুজব, প্রপাগান্ডা ছড়ানো হয়েছে সেটি তাদের পরিষ্কার করতে হবে। তাদের বলতে হবে, বাংলাদেশে হিন্দুরা মুসলমানদের পাশাপাশি থেকে সহাবস্থানে নিরাপদে রয়েছে এবং ভারতীয় মিডিয়ার চালানো সংবাদ মিথ্যা, ভুয়া, অপপ্রচার। তিন হচ্ছে আপনাদের বিভিন্ন সংগঠনে যেসব সন্ত্রাসী ঘাপটি মেরে রয়েছে, তাদের আপনারাই চিহ্নিত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ করুন। এগুলো মানলে আমরা আপনাদের সঙ্গে ডায়ালগে (সংলাপ) বসব।’

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত