Homeদেশের গণমাধ্যমেইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ সমাবেশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ সমাবেশ

[ad_1]

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের ওপর হামলা-মামলা এবং ৩৭ শিক্ষার্থীকে বহিষ্কারের প্রতিবাদে সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুর সোয়া ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলায় এ সমাবেশ করেন তারা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবি শাখার সহ-সমন্বয়ক তানভীর মণ্ডলের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন সমন্বয়ক এস এম সুইট, সহ-সমন্বয়ক নাহিদ হাসান, গোলাম রব্বানী, ইয়াসিরুল কবীর সৌরভসহ প্রায় অর্ধশত শিক্ষার্থী।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ১৮ ফেব্রুয়ারি কুয়েট ক্যাম্পাসে বিএনপিপন্থি ও ছাত্রদল সংশ্লিষ্ট সন্ত্রাসীদের হামলায় শতাধিক শিক্ষার্থী আহত হন। হামলার প্রকৃত তদন্ত শেষ না হতেই দুই মাস পর কুয়েট প্রশাসনের সহযোগিতায় আন্দোলনে অংশ নেওয়া ২২ শিক্ষার্থীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়। যা সম্পূর্ণভাবে উদ্দেশ্যপ্রণোদিত, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রসূত। এ মামলা কেবল ২২ শিক্ষার্থীর বিরুদ্ধে নয়, এটি দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অধিকার হরণের চেষ্টা। রাজনৈতিক স্বার্থে শিক্ষার্থীদের দমন কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

তারা আরও বলেন, মামলার পাশাপাশি আন্দোলন দমন করতে প্রশাসন একের পর এক দমনমূলক ব্যবস্থা নিয়েছে। এরমধ্যে রয়েছে হল বন্ধ ঘোষণা, বিদ্যুৎ-পানি-ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে শিক্ষার্থীদের হল ছাড়তে বাধ্য করা, এবং আন্দোলনকারীদের নিয়ে অপপ্রচার চালানো। প্রশাসনের এমন অমানবিক আচরণ দুঃখজনক ও নিন্দনীয়। আমরা এই অন্যায়ের বিরুদ্ধে কুয়েটের সাধারণ শিক্ষার্থীদের পাশে আছি।

সমাবেশে এস এম সুইট বলেন, কুয়েটের উপাচার্য যে কাজ করেছেন গত ১৬ বছরের পতিত স্বৈরাচার উপাচার্যগুলো সে কাজ করার সাহস করেনি। নতুন বাংলাদেশের ভিসি হিসেবে উপাচার্যের যা করার কথা ছিল এ উপাচার্য তার বিপরীত করেছেন। তিনি সরাসরি শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নিয়েছেন। এ ঘটনার পর কুয়েটের ভিসি তার চেয়ারে থাকার নৈতিক অধিকার হারিয়েছে। নিজ অবস্থান থেকে তার পদত্যাগ করা উচিৎ।

ইরফান উল্লাহ/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত