রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের (ইসি) কাছে নিবন্ধন চেয়েছে বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য ও মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের চৌধুরী (সাকা চৌধুরী) প্রতিষ্ঠিত ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি)।
রোববার (২৫ মে) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন এনডিপির চেয়ারম্যান মো. আবু তাহের।
তিনি বলেন, ইসির সঙ্গে আমাদের আলাপ হয়েছে। আমাদের অতীতের নিবন্ধনের আবেদন স্বৈরাচার সরকার যেসব কারণে দেয়নি, সেগুলো আমরা খোলাসা করে আলোচনা করেছি। সালাউদ্দিন কাদের চৌধুরী এই দলের মহাসচিব থাকার কারণেই মূলত দলের রেজিস্ট্রেশন দেয়নি। যদিও নির্বাচন কমিশনের সব ক্রাইটেরিয়া আমরা ফুলফিল করেছিলাম তারপরও নিবন্ধন দেওয়া হয়নি।
আবু তাহের বলেন, ফ্যাসিস্ট সরকারকে বিদায় করতে আমাদের সব নেতাকর্মী সড়কে ছিল, আন্দোলনে ঐক্যবদ্ধ ছিল- এই বিষয়গুলো আমরা ইসিকে জানিয়েছি। আমরা চাচ্ছি, এনডিপি যেহেতু একটি জাতীয় গণতান্ত্রিক দল, দীর্ঘদিন ধরে আমরা আন্দোলন সংগ্রামে ছিলাম, আমরা এখন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন চাচ্ছি।
এনডিপির পাঁচজন সিইসি ও ইসির সঙ্গে বৈঠকে অংশ নেন। এসময় দলের মহাসচিব আব্দুল্লাহ হারুন সোহেল, প্রেসিডিয়াম সদস্য মুসা মন্ডল, জামিল আহমেদ, মিজানুর রহমান পাটোয়ারী উপস্থিত ছিলেন।
এমওএস/জেএইচ/জিকেএস