Homeদেশের গণমাধ্যমেঈদের আগেই আশুলিয়ার সড়কে যানজট, মাঠে সেনাবাহিনী

ঈদের আগেই আশুলিয়ার সড়কে যানজট, মাঠে সেনাবাহিনী

[ad_1]

ঈদযাত্রা শুরুর আগেই সাভারের নবীনগর-চন্দ্রা ও আব্দুল্লাহপুর-বাইপাইল মহাসড়কে ভোগান্তি শুরু হয়েছে। কয়েক দিনের টানা বৃষ্টি ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণকাজ চলমান থাকায় সৃষ্ট গর্তের কারণে সড়ক দুটির কয়েকটি পয়েন্টে দেখা দিয়েছে যানজট। এতে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

মঙ্গলবার (৩ জুন) সকালে দেওয়া ট্রাফিক বিভাগের তথ্য বলছে, নবীনগর-চন্দ্রা মহাসড়কে বাইপাইল হতে বলিভদ্র পর্যন্ত যানবাহনের সারি রয়েছে। আব্দুল্লাহপুর-বাইপাইল মহাসড়কের জামগড়া, ইউনিক, নরসিহপুরসহ বেশ কয়েকটি পয়েন্টেও একই অবস্থা।

ট্রাফিক পুলিশ জানায়, গত ৩-৪ দিনের টানা বৃষ্টি ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের চলমান নির্মাণ কাজ ও অব্যাহত এই বৃষ্টির কারণে সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে নবীনগর-চন্দ্রা মহাসড়ক ব্যবহার করে যারা উত্তরবঙ্গ যাত্রা করবেন তারা কিছুটা ভোগান্তিতে পড়বেন। তবে এখন কিছুটা সহনীয় পরিস্থিতি হলেও ঈদযাত্রায় কঠিন হতে পারে বলে শঙ্কা রয়েছে।

ঈদের আগেই আশুলিয়ার সড়কে যানজট, মাঠে সেনাবাহিনী

হানিফ পরিবহনের চালক আসলাম মিয়া জানান, শ্রীপুর থেকে বাইপাইল পর্যন্ত প্রায় ৩০-৪০টি গর্তের সৃষ্টি হয়েছে। এজন্য গাড়িগুলো স্বাভাবিক গতিতে চলতে পারছে না, যানজটের সৃষ্টি হচ্ছে। শুধু রাস্তা খারাপের কারণে ৩-৪ কিলোমিটার সড়কে সবসময় যানজট লেগে থাকে।

এদিকে পরিস্থিতি স্বাভাবিক রাখতে এরই মধ্যে পুলিশের পাশাপাশি মাঠে নেমেছে সেনাবাহিনী। যানজট নিরসনে এরই মধ্যে তারা কাজ শুরু করছে।

বাইপাইল ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মো. রিজওয়ান বলেন, সড়ক বিভাগ সৃষ্ট গর্তগুলোকে নিয়ে কাজ করছেন। পুলিশও যানজট নিরাসনে কাজ করছেন। এছাড়াও মাঠে সেনাবাহিনীর সদস্যরা মাঠে রয়েছেন। আশা করি পরিস্থিতি স্বাভাবিক রাখতে পারবো।

মাহফুজুর রহমান নিপু/এমএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত