Homeদেশের গণমাধ্যমেঈদের আনন্দ শেষে ঢাকায় ফিরছেন মানুষ

ঈদের আনন্দ শেষে ঢাকায় ফিরছেন মানুষ

[ad_1]

পবিত্র ঈদুল আজহার ছুটিতে প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ।

সোমবার (৯ জুন) সকাল থেকেই ঢাকার রায়েরবাগ, সায়েদাবাদ, যাত্রাবাড়ী, ধোলাইপাড়, গুলিস্তান বাস টার্মিনালে দেখা গেছে রাজধানীবাসীর ফেরার দৃশ্য। তবে একইসঙ্গে এখনো অনেকেই ঢাকা ছাড়ছেন কেউ ছুটি কাটাতে, কেউবা পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে।

গত শনিবার (৭ জুন) উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহা।ঈদের তৃতীয় দিনেও রাজধানীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘুরে দেখা গেছে, ভ্রমণের উভয়মুখী প্রবণতা অব্যাহত রয়েছে।

যাত্রাবাড়ী বাস কাউন্টারের নাজমুল হোসেন বলেন, “ঈদের ছুটিতে আমি ঢাকাতেই ছিলাম। আজ একটু ফাঁকা স্বাচ্ছন্দ্যে বাড়ি যাচ্ছি পরিবারের সঙ্গে দেখা করতে। ঈদের পর রাস্তাঘাটও অনেকটাই ফাঁকা।”

ফুলবাড়িয়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা যাত্রী বিউটি আক্তার বলেন, “ঢাকায় বাসায় বাসায় কাজ করি। ঈদের দিনেও ডিউটি ছিল। আজ ছুটি পেয়ে বাড়ি যাচ্ছি। পরিবারে ঈদের আনন্দ শেষ হলেও অন্তত প্রিয়জনদের সঙ্গে সময় কাটাতে পারব।”

অন্যদিকে, ঢাকা ফিরছেন এমন অনেক যাত্রী জানিয়েছেন, ট্রেনে ও বাসে এখনো যাত্রীর চাপ কিছুটা কম থাকায় অপেক্ষাকৃত স্বাচ্ছন্দ্যে ভ্রমণ সম্ভব হচ্ছে।

নরসিংদী থেকে ঢাকা ফিরেছেন পোশাক শ্রমিক মনোয়ারা বেগম। তিনি বলেন, “শনিবার ঈদ করেছি গ্রামের বাড়িতে। এখন কাজে ফিরছি। সকালে খুব একটা ভিড় ছিল না, ভালোই এসেছি।”

যাত্রাবাড়ীতে কথা হয় বেসরকারি চাকরিজীবী সামিউল ইসলামের সঙ্গে। তিনি বলেন, “আমার অফিস আগামীকাল খুলবে। তাই আজ ফিরছি।”

যাত্রাবাড়ী সাকুরা পরিবহনের সহকারী ম্যানেজার সাব্বির মাহমুদ হোসেন বলেন, “ঈদের আগে প্রচুর যাত্রী বাড়ি ফিরেছেন।এখনো অনেকে ঢাকায় ফিরছেন। তবে ঈদের ছুটি দীর্ঘ হওয়ায় এবার যাত্রীর চাপ কিছুটা ধীরে ধীরে দেখা যাচ্ছে, তা একসাথে নয়।”



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত