[ad_1]
ঢাকার সাভারে ঈদের বাজারের সময় স্ত্রীর সামনে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে নিহতের মরদেহটি উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (০৬ জুন) রাত ১০টার দিকে সাভার পৌর এলাকার সাভার বাজার বাসস্ট্যান্ডের মুরগি পট্টিতে ঘটনাটি ঘটে।
নিহত রুবেল মিয়া (২৫) সাভার পৌর এলাকার মৃত রহমত আলীর ছেলে।
নিহতের স্ত্রী এশা জানান, ঈদ উপলক্ষ্যে রাতে স্বামী রুবেলকে নিয়ে সাভার বাজার বাসস্ট্যান্ডে কেনাকাটা করতে গিয়েছিলাম। এসময় অন্য কেনাকাটা শেষে সাভার বাজার বাসস্ট্যান্ডে ঈদের জন্য মুরগি কিনছিলাম। আমাদের পূর্ব পরিচিত বাসার আমার নাম ধরে রাস্তায় ডাকছিল। আমি তখন বাসারকে রাস্তাঘাটে আমার নাম ধরে ডাকতে নিষেধ করি। সেসময় আমার স্বামী আসে। তখন বাসার ও তার ভাই ব্যাগ থেকে চাকু বের করে বলে তোদের কাছে অনেক টাকা পাই। পরে আমার স্বামীকে চাকু ও হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি মারধর করে ও কুপিয়ে রক্তাক্ত করে তারা। পরে পথচারীদের সহায়তায় আমার স্বামীকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি।
সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) আশিক ইকবাল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে।
[ad_2]
Source link