[ad_1]
সকালে শুভ্র সাজে
সকালে টেবিলের ওপরের কাপড়ের জন্য বেছে নিন আরামদায়ক রং। বেছে নিতে পারেন সাদা ধবধবে কুরুশের কাজ করা টেবিল ক্লথ। ছবির টেবিল ক্লথটি অনেকটা প্রজন্ম সূত্রে পাওয়া। নিশ্চুপ, তবে অভিজাত কারুকাজ। সকালবেলা নাশতায় চেনা খাবারটাই একটু অচেনাভাবে রাখতে পারেন। পাউরুটি বা পরোটা প্রতিদিন যেভাবে দেন, সেভাবে না দিয়ে বেছে নিতে পারেন কাঠের বোর্ড। টেবিল ক্লথটা যেহেতু সাদামাটা, প্লেটগুলোতে থাকুক নকশার কাজ।
একেক নকশা আর রঙের হতে পারে একেকটা প্লেট। এতে টেবিলে ভিন্নতা আসবে। সকালে টেবিলে থাকতে পারে তাজা ফুল। মাঝখানে বড় প্লেটে রাখতে পারেন তাজা ফলমূল। আজকাল কাজের সুবিধার্থে অনেকেই কাপড়ের জায়গায় কাগজের ন্যাপকিন বেছে নিচ্ছেন। ঈদ যেহেতু, নকশা করা ন্যাপকিন ব্যবহার করতে পারেন।
[ad_2]
Source link