Homeদেশের গণমাধ্যমেউচ্চশব্দে হর্ন বাজানো কেন্দ্র করে সংঘর্ষ

উচ্চশব্দে হর্ন বাজানো কেন্দ্র করে সংঘর্ষ


মাদারীপুরের কালকিনিতে উচ্চশব্দে হর্ন বাজানো কেন্দ্র করে দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে।

সোমবার (১২ মে) সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কালকিনির ভুরঘাটা বাসস্ট্যান্ড এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ককটেল বিস্ফোরণ ও বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়।

পুলিশ, স্থানীয় ও আহত সূত্রে জানা গেছে, বিকেলে কালকিনি থেকে ঢাকাগামী সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস চালাচ্ছিলেন চালক অহিদুল ব্যাপারী। বাসটি রেন্ডিতলা এলাকায় এসে হর্ন দিলে আতঙ্কে মোটরসাইকেল আরোহী পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যান। এতে ক্ষিপ্ত হয়ে মেহেদির স্বজনরা বাসটিকে ধাওয়া দিয়ে ভুরঘাটা বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে চালক অহিদুলকে ব্যাপক মারধর করে।

স্থানীয়রা জানান, চালক অহিদুল ব্যাপারী কালকিনির ভুরঘাটা মজিদবাড়ি এলাকার আক্কেল ব্যাপারীর ছেলে এবং স্বেচ্ছাসেবক দল নেতা মেহেদি পাশের উত্তর রাজদী গ্রামের রেন্ডিতলা এলাকার জলিল ঘরামীর ছেলে। পাশাপাশি এলাকার বাসিন্দা হওয়ায় মুহূর্তেই দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

খবরটি ছড়িয়ে পড়লে স্থানীয় দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ চলাকালে একাধিক ককটেল বিস্ফোরণের পাশাপাশি বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়। এতে অন্তত ১০ জন আহত হয়। আহতদের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় কিছু সময়ের জন্য ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এ ঘটনায় অভিযুক্তদের মুঠোফোনে একাধিকবার কল দিলেও সেটি রিসিভ হয়নি।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, সংঘর্ষের খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত থাকলেও এলাকায় অতিরিক্ত পুলিশ ও র‍্যাব মোতায়েন রয়েছে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত