Homeদেশের গণমাধ্যমেউড়ন্ত জয়ে চেলসির হাতের নাগালে ফাইনাল

উড়ন্ত জয়ে চেলসির হাতের নাগালে ফাইনাল


সুইডিশ দল জুরগারডেনের মাঠে আধিপত্য দেখালো চেলসি। প্রতিপক্ষের কৃত্রিম মাঠে কনফারেন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগে ৪-১ গোলের উড়ন্ত জয়ে ফাইনাল তাদের হাতের নাগালে চলে এসেছে। 

জ্যাডন সানচো ১২তম মিনিটে গোলমুখ খোলেন। ছয় গজ বক্সের বাইরে বল নিয়ন্ত্রণে নিয়ে কাট করেন তিনি। ডিফেন্ডার মার্কাস ড্যানিয়েলসনের বল বিপদমুক্ত করার প্রচেষ্টা ব্যর্থ হয়ে জালে জড়ায়।

এনজো ফের্নান্দেজের পাস থেকে বল নিয়ন্ত্রণে নিয়ে বিরতির আগেই লিড দ্বিগুণ করেন ননি মাদুয়েকে। স্বাগতিকদের হয়ে টকম্যাক এনগুয়েনের জুরগারডেনের হয়ে প্রথম লক্ষ্যে শট নেন।

ম্যাচ নিয়ন্ত্রণে চলে আসার কারণে রবিবার লিভারপুলের বিপক্ষে প্রিমিয়ার লিগ সামনে রেখে কোচ এনজো মারেসকা বিরতিতে চারটি পরিবর্তন আনেন। বদলি নেমে নিকোলাস জ্যাকসন প্রতিপক্ষের রক্ষণভাগের ভুলে ৫৯তম মিনিটে স্কোর ৩-০ করেন।

রক্ষণের আরেকটি ভুলে কয়েক মিনিট পর জ্যাকসন দ্বিতীয় গোল করেন। ৬৮তম মিনিটে আইজ্যাক আলেমায়েহু মুলুগেতা নিচু হেডে জাল কাঁপালে ক্ষীণ লড়াইয়ের ইঙ্গিত দেয় স্বাগতিকরা।

আগামী সপ্তাহে লন্ডনে হবে দ্বিতীয় লেগের খেলা। ফাইনাল ২৮ মে পোল্যান্ডের ওয়ারশে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত