[ad_1]
কমিশনের এক সদস্য সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, বৈঠকে এ ধরনের প্রস্তাবের উত্থাপন করেন চেয়ারপারসন ববিতা চৌহান নিজেই। অন্য সদস্যরা তাঁকে সমর্থন করেন। তাঁর মতে, নারীদের বিভিন্ন ধরনের পরিষেবা নারীদেরই দেওয়া উচিত।
কমিশনের সদস্যদের যুক্তি, সেলুনে, পারলারে, দরজির দোকানে পুরুষদের হাতে নারীরা নানাভাবে হেনস্তা হন। আপত্তিকরভাবে তাঁদের ছোঁয়া হয়ে থাকে। সবাই যে এমন করেন তা নয়, তবে অনেকেই করে থাকেন। তাঁরা জানিয়েছেন, এসব প্রস্তাব কার্যকর করা যাবে কি না, তা রাজ্য সরকার ঠিক করবে। কার্যকর হলে নারী নির্যাতন বা হেনস্তার ঘটনা কমে যাবে। তারা চায়, রাজ্য সরকার এ বিষয়ে প্রয়োজনীয় আইন আনুক।
[ad_2]
Source link