Homeদেশের গণমাধ্যমেউন্নত সেবা ‍নিশ্চিতে ৩০০ কোটি টাকা পাচ্ছে বিএসএমএমইউ

উন্নত সেবা ‍নিশ্চিতে ৩০০ কোটি টাকা পাচ্ছে বিএসএমএমইউ

[ad_1]

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর এক প্রতিবেদেন বলছে, বিদেশে চিকিৎসা বাবদ দেশের লাখো মানুষ বছরে ১০ হাজার কোটি টাকা ব্যয় করেন। এ অবস্থায় দেশের চিকিৎসাসেবা উন্নত করতে চারটি শর্ত জুড়ে দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ৩০০ কোটি টাকা থোক বরাদ্দ দেওয়া হচ্ছে।

বিএসএমএমইউয়ে বাস্তবায়নাধীন সুপার স্পেশিয়ালাইজড হাসপাতাল স্থাপন (দ্বিতীয় সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় এই বরাদ্দ ব্যয় করা হবে। এই ৩০০ কোটি টাকা ব্যয়ে আধুনিক যন্ত্রপাতি কেনা হবে।

বুধবার (১ জানুয়ারি) পরিকল্পনা বিভাগ থেকে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, বরাদ্দকৃত অর্থ প্রথম থেকে চতুর্থ কিস্তিতে একত্রে ছাড় করা হবে। বিএসএমএমইউয়ের সক্ষমতা বাড়াতে নতুন করে ৭০০ বেডের একটি সুপার স্পেশালাইজড হাসপাতাল নির্মাণের প্রকল্প নিয়েছিল স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগ।

প্রকল্পের অন্যান্য প্রধান কার্যক্রমের মধ্যে রয়েছে- মেডিকেল কেয়ার ও ব্যবস্থাপনা আধুনিকায়ন, বিশেষায়িত সেবা হিসেবে জরুরি এবং ট্রমা সেন্টার স্থাপন, গ্যাস্ট্রোএন্টারোলজি ও হেপাটোবিলিয়ারি সেন্টার, মা ও শিশু কেন্দ্র, কার্ডিও সেরিব্রো ভাসকুলার সেন্টার, কিডনি ডিজিজ সেন্টার স্থাপন, চিকিৎসকের দক্ষতা বৃদ্ধি ও গবেষণা। এসব কাজে এই অর্থ ব্যয় হবে।

পরিকল্পনা মন্ত্রণালয় জানায়, প্রকল্পের আওতায় ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) স্বাস্থ্য সেক্টরের আওতায় স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ‘থোক বরাদ্দ’ হতে মোট ৩০০ কোটি টাকা একত্রে ছাড়করণে নির্দেশক্রমে সম্মতি দেওয়া হলো।

বিএসএমএমইউকে দেওয়া শর্তগুলো হলো- বরাদ্দকৃত অর্থ অনুমোদিত আরডিপিপি’র (সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি) অনুমোদিত খাত সংস্থান অনুযায়ী ও সব আর্থিক বিধি- বিধান অনুসরণপূর্বক ব্যয় করতে হবে; ২০২৪-২৫ অর্থবছরের আরএডিপিতে সেটি প্রতিফলন করতে হবে এবং প্রকল্পের সব কাজ নির্ধারিত সময়ে নির্ধারিত অর্থে বাস্তবায়ন করতে হবে।

এমওএস/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত